ভারতের বিরুদ্ধেই শেষ টেস্ট হচ্ছে সাঙ্গাকারার!

Home Page » ক্রিকেট » ভারতের বিরুদ্ধেই শেষ টেস্ট হচ্ছে সাঙ্গাকারার!
মঙ্গলবার, ১৬ জুন ২০১৫



sangakara_628061.jpgবঙ্গনিউজ ডটকমঃ আর তিনটি টেস্ট ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায়ে জানাবেন শ্রীলঙ্কার জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন সে দেশের বোর্ডের কাছে। আগামী মঙ্গলবার জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সাঙ্গাকারা।

জুনে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর ভারতের বিরুদ্ধে আগস্টে খেলবে শ্রীলঙ্কা। জানা যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবেন সাঙ্গা। আগস্টে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে উড়ে যাবে বিরাট কোহলি অ্যান্ড কোং। সেই সিরিজের প্রথম টেস্টে খেলেই অবসর নেওয়ার পরিকল্পনা রয়েছে সাঙ্গার। যদিও এখনও সফরসূচি চূড়ান্ত করেনি কোনো দেশই। তবে জানা যাচ্ছে সাঙ্গাকারার ফেয়ারওয়েল টেস্ট ১৮ আগস্ট ক্যান্ডিতেই হতে পারে।

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। এরপরই ওয়ানডে ক্রিকেট থেকে ব্যাট-প্যাড রাখার সিদ্ধান্ত নেন সাঙ্গা। এরপরই সাঙ্গাকারা সব ফরম্যাট থেকেই ব্যাট তুলে রাখতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচক ও অধিনায়কের অনুরোধে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।

তবে এবার আর সাঙ্গা তাঁর অবসরের সিদ্ধান্ত পাল্টাবেন না বলেই বিভিন্ন সূত্রের খবর। সাঙ্গাকারা টেস্টে দ্রুততম ৮০০০, ৯০০০ এবং ১০০০০ (শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার সঙ্গে যৌথভাবে), ১১০০০ ও ১২০০০ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০১   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ