চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিজিবির টহল

Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিজিবির টহল
মঙ্গলবার, ১৬ জুন ২০১৫



bgb3.jpgবঙ্গনিউজ ডটকমঃ যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় ঘোষণা ঘিরে নাশকতা মোকাবেলায় চট্টগ্রামে নেমেছে অতিরিক্ত পুলিশ। এছাড়া সড়ক-মহাসড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ-বিজিবি দায়িত্ব পালন শুরু করেছে।

নগর পুলিশের উপ কমিশনার (সদর) ফারুক আহমেদ বলেন, ‘অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে প্রায় দুই হাজার পুলিশ সদস্য ভোর থেকে দায়িত্ব পালন শুরু করেছে। থানার ওসিদের অতিরিক্ত মোবাইল টিম করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।’

এদিকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, শিল্প পুলিশ ও এপিবিএন থেকে অতিরিক্ত পুলিশ এনেছে জেলা পুলিশ। ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে এসব পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘জেলা পুলিশের বাইরে থেকে ৫শতাধিক অতিরিক্ত পুলিশ আনা হয়েছে। সবমিলিয়ে দুই হাজারের কাছাকাছি পুলিশ সদস্য বিভিন্ন উপজেলা সদরে, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে। এছাড়া ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে দুই প্লাটুন ও অন্য উপজেলাগুলোতে মোতায়েনের জন্য এক প্লাটুনসহ মোট ২৩ প্লাটুন বিজিবি সদস্য চাওয়া হয়েছে।’

২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ বলেন, ‘সোমবার দুপুর থেকে নগরীর পাশাপাশি সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। মঙ্গলবার সকাল থেকে সীতাকুণ্ড, মিরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, ফটিকছড়িসহ ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে আট প্লাটুন নামানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আরো বেশ কয়েক প্লাটুন মোতায়েন করা হতে পারে।’

২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। মঙ্গলবার তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৩১:৫০   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ