চিলি ও মেক্সিকোর থ্রিলার

Home Page » খেলা » চিলি ও মেক্সিকোর থ্রিলার
মঙ্গলবার, ১৬ জুন ২০১৫



image_234143chile.jpgবঙ্গনিউজ ডটকমঃ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের দুয়ারে দাঁড়িয়ে ছিল স্বাগতিক চিলি। মনে হচ্ছিল আর কিছুক্ষণের পথ। কিন্তু অতিথি দল মেক্সিকো তা হতে দেয়নি। লড়াই করে ৩-৩ গোলের ড্র তারা আদায় করে নিয়েছে সান্তিয়াগোতে।

জুভেন্তাস মিডফিল্ডার আরতুরো ভিদাল দুই গোল করেছেন। বীরের মতো খেলেছেন। অন্য গোলটি করিয়েছেন। ম্যাচটি ছিল ভিদালেরই। গ্রুপ ‘এ’-এর এই ম্যাচে চিলি ফেভারিটই ছিল। কিন্তু মেক্সিকো কম যায় না। লাতিন ফুটবলের সুষমা তাদের মাঝে না থাকলেও আছে আক্রমণাত্মক ফুটবলের আগ্রাসন। সেই আগ্রাসন হাল ছাড়তে শেখায়নি তাদের। চিলিকে তাই পয়েন্ট ভাগাভাগি করে হতাশই হতে হয়।

আসরের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হতাশ হয়েছিল মেক্সিকো। কিন্তু দ্বিতীয় ম্যাচটি ছিল তাদের জন্য ঘুরে দাঁড়াবার। মাতিয়াস ভুসো এই ম্যাচে তাদের নায়ক। শুরুতে আর শেষেও। ২১ মিনিটের সময় গোল করে স্বাগতিকদের বিপক্ষে দলের লিড এনে দেন তিনি।

তাদের আনন্দ উৎসবের রেশ কাটতে না কাটতেই আক্রমণে জ্বলে ওঠেন ভিদাল। ২২ মিনিটেই হেড করে গোল এনে দেন দলকে। সাথে আনেন সমতা। পুরো খেলাটাই হয়েছে উপভোগ্য। আক্রমণে কেউ কাউকে ছাড় দেয়নি। ২৯ মিনিটে মেক্সিকোর জিমেনেজ গোল করে আবার দলকে এগিয়ে দেন। খেলার এই পর্যায়ে মেক্সোকোকেই বেশি ভালো দেখাচ্ছিল।

আক্রমণে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে চাচ্ছিল চিলি। কিন্তু ডিফেন্সের মুখটাকে শক্ত করে আটকে রাখতে পারছিল চিলি। এতকিছুর পরও গোল মুখ খুঁজে পায় চিলি। খেলার ৪২ মিনিটে ইডু ভারগাস গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। দারুণ বিনোদনের প্রথমার্ধে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুটাও মেক্সিকো ভালো করেছিল। কিন্তু তাদের দুর্ভাগ্য। ৫৫ মিনিটে পেনাল্টি পায় চিলি। ভিদাল স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করতে ভুল করেননি।

এই গোলের পর কিছুটা পিছিয়েই পড়ে মেক্সিকো। চিলি আক্রমণের ধার বাড়ায়। কিন্তু খেলার ধারার অনেকটা বিপরীতেই ৬৬ মিনিটে সমতা নিয়ে আসে মেক্সিকো। এবারের আসরে ভুসে তার দ্বিতীয় গোলটি করেন। মহামূল্যবান গোল হিসেবে যা পরে প্রমাণিত। খেলার বাকি সময়টাতে দুই দলই চতুর্থ গোলের সন্ধানে ব্যস্ত থেকেছে। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। যে ম্যাচে চিলির জয়ের প্রত্যাশা ছিল সেই ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১২:২৩:০৬   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ