সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম

Home Page » আজকের সকল পত্রিকা » সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম
রবিবার, ১৪ জুন ২০১৫



aminulislam.jpgবঙ্গনিউজ ডটকমঃ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রথম রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি এসকে সিনহা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে রোববার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমিনুল ইসলাম বলেন, “নিয়োগের আদেশ আজই হাতে পেয়েছি।”

তিনি এই বছরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ছিলেন।

এতদিন সুপ্রিম কোর্টের দুই বিভাগের দাপ্তরিক কর্মকাণ্ড দেখভালের জন্য রেজিস্ট্রারের একটি পদ ছিল।

উচ্চ আদালতের প্রশাসনিক কাজে গতি আনতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাই কোর্ট ও আপিল বিভাগের জন্য আলাদা নিবন্ধক এবং রেজিস্ট্রার জেনারেল রাখার প্রস্তাব করেন।

সে অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল, তার একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়ক এবং হাই কোর্ট বিভাগের জন্য একজন রেজিস্ট্রার, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়কের মোট নয়টি পদ সৃষ্টির একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নতুন রেজিস্ট্রার

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. শহীদুল আলম ঝিনুককে প্রেষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) উম্মে কুলসুমের স্বাক্ষরে এক আদেশে রোববার এই আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৬   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ