লন্ডনে শেখ হাসিনার হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ

Home Page » জাতীয় » লন্ডনে শেখ হাসিনার হোটেলের সামনে বিএনপির বিক্ষোভ
শনিবার, ১৩ জুন ২০১৫



5.jpgবঙ্গ-নিউজ লন্ডন: চার দিনব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের প্রথম দিনে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল স্যুটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। শুক্রবার সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকা পার্কলেনের হিলটন হোটেলের সামনে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করে।হোটেল স্যুটের সামনে নানা দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ও মাথায় কালো কাপড় বেঁধে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল ও মহিলা দলের নেতাকর্মীরা শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদ জানায়। এ সময় নেতাকর্মীরা ডাউন ডাউন শেখ হাসিনা, শেইম শেইম শেখ হাসিনা, হাসিনা মাস্ট গো ইত্যাদি নানা দাবি সম্বলিত ব্যানার নিয়ে ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি শ্লোগান দেয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ‘বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর অবৈধভাবে ক্ষমতা দখলকারী শেখ হাসিনার বিভিন্ন বাহিনীর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের’ তীব্র নিন্দা জানান।

এম এ মালেক বলেন, ‘৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করেছেন। ভোটারবিহীন এ নির্বাচনে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। বৃটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। তাই গণতন্ত্রের সুতিকাগার বৃটেনের মাটিতে আমরা অবৈধ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পারি না। শেখ হাসিনা বৃটেনের যেখানেই যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে। ”
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, “রাষ্ট্রীয় সন্ত্রাসে বাংলাদেশের মানুষ আজ দিশেহারা। গুম, খুন আর বিচারবর্হিভূত হত্যাকাণ্ড যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই। শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনাবিরোধী শেখ হাসিনার হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মোটেও নিরাপদ নয়। তাই গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী শেখ হাসিনাকে গণতন্ত্রের সুতিকাগার বৃটেনে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ স্বাগত জানাতে পারে না। শেখ হাসিনা যেখানেই যাবেন তাকে সেখানেই প্রতিহত করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, মুফতি শাহ সদরুদ্দিন, ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিষ্টার নজরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, তৈমুছ আলী, আখতার হোসেন, মুজিবুর রহমান মুজিব, শাহ আখতার হোসেন টুটল, তাজুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, গোলাম রাব্বানীম আনোয়ার হোসেন খোকন, নাসিম আহমেদ চৌধুরী, প্রফেসর ফরিদ উদ্দিন, শহীদুল ইসলাম মামুন, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, তাজ উদ্দিন, শামসুর রহমান মাতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম হোসেন চৌধুরী নিয়াজ, সদস্য কামাল আহমেদ, রহিম উদ্দিন,আইনজীবী ফোরাম যুক্তরাজ্য আহ্বায়ক ব্যারিস্টার তারিক বিন আজিজ, সদস্য সচিব অ্যাডভোকেট বিপ্লব পোদ্দার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব আব্দুল হোসেন, সদস্য আবুল হাসনাত রিপন, জাসাস প্রেসিডেন্ট আব্দুস সালাম, সেক্রেটারি ইকবাল হুসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯:৩৪:০৮   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ