‘ভারত বন্দনায় মত্ত’ বিএনপি

Home Page » আজকের সকল পত্রিকা » ‘ভারত বন্দনায় মত্ত’ বিএনপি
বুধবার, ১০ জুন ২০১৫



hanif.jpgবঙ্গনিউজ ডটকমঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি নেতৃত্ব ‘হতাশায়’ ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।‘পাকিস্তানি বন্ধুরা ক্ষমতায় বসাতে পারবে না’ বুঝতে পেরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ‘ভারত বন্দনায় মত্ত’ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে মঙ্গলবার এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “বিএনপি নেতারা এখন হতাশায় ভুগছেন। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে যে আলোচনা হয়েছে তা থেকে তারা বুঝতে পেরেছেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।”

গত বছর অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে গত রোববার সোনারগাঁও হোটেলে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা জিয়া।

বৈঠকে তিনি বাংলাদেশে ‘গণতন্ত্রহীনতার’ কথা বলেছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

অপর দিকে ওই বৈঠকের আলোচনা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সাংবাদিকদের বলেছেন, ‘ভারত যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে’ বলে খালেদা জিয়াকে বলেছেন তার দেশের প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন’ মন্তব্য করে বিএনপি নেতাদের উদ্দেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, “আপনারা খালেদা জিয়াকে বাদ দিয়ে সংগঠনকে নতুন করে গুছিয়ে নেন।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “কিছু দিন আগে ভারতবিরোধিতাই ছিল বিএনপির মূলমন্ত্র। এজন্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসলে তার সঙ্গে খালেদা জিয়া দেখা করেননি। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে, পাকিস্তানি বন্ধুরা তাদের ক্ষমতায় বসাতে পারবে না। তাই এখন ভারতবন্দনায় মত্ত রয়েছেন খালেদা জিয়া।”

নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পাদিত ২২টি চুক্তি, সমঝোতা স্মারক ও সম্মতিপত্রের বিষয়ে জনগণ অবগত-মন্তব্য করে হানিফ বলেন, “কিন্তু খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর কী কথা হয়েছে, তা দেশের সাধারণ মানুষ জানে না। তাই কী কথা হয়েছে তা জনগণের মাঝে উন্মুক্ত করা প্রয়োজন।

ডেন্টাল সোসাইটির নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের ডেন্টাল ইউনিট ওই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে।

ডা. এস এম ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাব্লিউ, ডা. নাসিরুল ইসলাম, ডা. আজম খান, ডা. মোরশেদ মাওলা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২৫   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ