‘ঢাকায় আসছেন টালিউডের নায়ক সোহম’

Home Page » এক্সক্লুসিভ » ‘ঢাকায় আসছেন টালিউডের নায়ক সোহম’
সোমবার, ৮ জুন ২০১৫



full_824615101_1420887938.jpgবঙ্গনিউজ ডটকমঃ ওপার বাংলার উঠতি সুপারস্টার সোহম প্রথমবারের মত ঢাকায় আসছেন। এর আগে বিভিন্ন ইস্যুতে টালিউডের বেশিরভাগ তারকা ঢাকার মাটিতে পা রাখলেও সোহমের বেলায় সেটা হয়ে ওঠেনি। যা ভাবছেন তা কিন্তু না। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সরকারি সফরে যোগ দিতে নয়। সোহম আসছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে।

 

ছবিটির প্রযোজনা সংস্থা কিবরিয়া ফিল্মস সূত্র এমনটাই নিশ্চিত করেছে। প্রযোজনা সংস্থা সূত্রে আরও জানা যায়, ‘বুলেট’ (সম্ভাব্য নাম) র্শীষক এই ছবিটির মহরত হবে ১৪ জুন সন্ধ্যায় নগরীর ভিক্টোরিয়া হোটেলে। এ উপলক্ষে এদিন সকালে কলকাতার একটি ফ্লাইটে ঢাকায় উড়ে আসবেন সোহম । সন্ধ্যায় মহরত অনুষ্ঠান শেষ করেই ফের উড়াল দেবেন কলকাতার উদ্দেশে ।

জানা গেছে, মহরত অনুষ্ঠানে কলকাতার নায়ক সোহম আর ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম ছাড়াও উপস্থিত থাকবেন ছবিটির কলকাতার পরিচালক রাজা চন্দ ও প্রযোজক রানা সরকার ।

সোহমের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে ছবিটির বাংলাদেশি প্রযোজক ও পরিচালক মো. কিবরিয়া লিপু বলেন, সোহমের সিডিউল ফাঁকা পাওয়া মুশকিল হয়ে গেছে । অনেক কষ্টে ১৪ জুন সোহমের সময় মিলেছে এবং সে ঢাকায় আসছেন । আশা করছি, জমকালো আয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে শুভ মহরত করতে পারব ।

তিনি আরও বলেন, কলকাতার পক্ষ থেকে ছবিটির প্রাথমিক নাম ‘বুলেট’ রাখা হলেও এটি ১৪ জুনের আগে পরিবর্তন হতে পারে। কারণ, এই নামে বাংলাদেশে ছবি হয়েছে । আমরা এখন হন্যে হয়ে ছবিটির নতুন নাম খুঁজছি।

প্রযোজক-পরিচালক সূত্রে আরও জানা গেছে, সোহম-মিম জুটির অ্যাকশন ধর্মী এই ছবিটির দৃশ্যধারণ শুরু হচ্ছে ২২ জুলাই থেকে ভারতের বিভিন্ন স্থানে।

ইন্দো-বাংলা যৌথ প্রযোজনায় সোহম-মিমের এই ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এটি নির্মানের সাথে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২১:২২:২৪   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ