৫১টি গবেষণাগারে অ্যানথ্রাক্স জীবাণু

Home Page » স্বাস্থ্য ও সেবা » ৫১টি গবেষণাগারে অ্যানথ্রাক্স জীবাণু
সোমবার, ৮ জুন ২০১৫



14usanthrax.jpgবঙ্গনিউজ ডটকমঃ তিনটি বিদেশি রাষ্ট্রের গবেষণাগারসহ নিজেদের ১৭টি অঙ্গরাজ্যের মোট ৫১টি গবেষণাগারে প্রাণঘাতী অ্যানথ্রাক্স জীবাণু পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবার এ আশঙ্কাজনক তথ্যটি জানিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা।

গেল সপ্তাহে অ্যানথ্রাক্স পাঠানোর আরো কিছু ঘটনা উদঘাটিত হয়েছে বলে এসব কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এছাড়া দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার তিনটি গবেষণাগারেও এসব জীবাণু পাঠানো হয়েছে।

পেন্টাগন কর্মকর্তাদের এ ঘোষণায় অ্যানথ্রাক্স জীবাণু পাঠানো যুক্তরাষ্ট্রের গবেষণাগারগুলোর সংখ্যা দ্বিগুণে পরিণত হয়েছে।

এতগুলো গবেষণাগারে মারাত্মক সংক্রামক এসব জীবাণু পাঠানো হলেও কেউ এতে আক্রান্ত হননি বলে দাবি করেছেন পেন্টাগন কর্মকর্তারা। তবে বেশ কিছু গবেষণাগারের কর্মীদের আগাম সতর্কতা হিসেবে অ্যানথ্রাক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

ঘটনাগুলো আশঙ্কাজনক হলেও এতে জনসাধারণের কোনো ঝুঁকি নেই বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা।

অ্যানথ্রাক্স জীবাণু পাঠানো হয়েছে এমন গবেষণাগারের সংখ্যা আরো বাড়তে বলে জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তা রবার্ট ওয়ার্ক।

এসব জীবাণু সচেতনভাবে পাঠানো হয়নি বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা।

এক আদেশে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী নিজেদের সব গবেষণাগারকে আগে পাঠানো নির্জীব অ্যানথাক্স জীবাণুর নমুনাও পরীক্ষা করে দেখতে বলেছে। পরীক্ষা করা ছাড়া এসব নমুনা নিয়ে আর সব গবেষণা স্থগিত রাখারও আদেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের এক সামরিক গুদাম থেকে এসব প্রাণঘাতী জীবাণু সাধারণ বাণিজ্যিক ডাকযোগে ১০ বছর ধরে পাঠানো হয়েছে।

এসব ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কেন্দ্র (সিডিসি)।

জীবাণুঅস্ত্র নিরাপত্তা বিশেষজ্ঞরা দায়িত্বে অবহেলাজনিত এ ঘটনার তীব্র সমালোচনা করে সর্বাধুনিক আগাম সতকর্তা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

অ্যানথাক্স জীবাণুর সংস্পর্শে এলে ত্বকে জ্বালাপোড়া, পাকস্থলীর গণ্ডগোল, বমিভাব ও জ্বর দেখা দেয়, এসব লক্ষণ প্রকাশের এক পর্যায়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১৭   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ