দেড়শ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক-বিজিবি ও মিয়ানমার বর্ডার পুলিশ

Home Page » বিবিধ » দেড়শ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক-বিজিবি ও মিয়ানমার বর্ডার পুলিশ
সোমবার, ৮ জুন ২০১৫



bgb-bgp.jpgবঙ্গনিউজ ডটকমঃ মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বসেছে বিজিবি ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি)।সোমবার সকাল সাড়ে ১০ টার পর বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে এই বৈঠক হচ্ছে। বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলমের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে পুলিশ, ইমিগ্রেশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও আছেন। অন্যদিকে মিয়ানমারের পক্ষে রয়েছেন বিজিপি, দেশটির ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও স্থনীয় প্রশাসনের প্রতিনিধিরা।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার।

তবে মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার হওয়া বাংলাদেশিদের যে তালিকা পাঠিয়েছিল সেটি ‘বিভ্রান্তিকর’ ও ‘অপূর্ণাঙ্গ’ হওয়ায় বাংলাদেশি প্রতিনিধি দল মিয়ানমার যাওয়া স্থগিত করে। পরে পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে ফের চিঠি পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় শনিবার দুইশ জনের একটি তালিকা পাঠায় মিয়ানমার। তালিকাটি যাচাই করে দেড়শ জনকে বাংলাদেশি নাগরিক হিসাবে শনাক্ত করা হয়।

বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর বিপরীত দিকে মিয়ানমারের ভেতরে এই পতাকা বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল বলেন, “বাংলাদেশের কর্মকর্কারা যাদের বাংলাদেশি হিসাব শনাক্ত করেছেন, তালিকা মিলিয়ে তাদেরেই নিয়ে আসা হবে।”

নাইক্ষ্যছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনার পর প্রাথমিকভাবে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা হবে। সেখানে পুলিশে হস্তান্তরের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজিবি কর্মকর্তারা জানান, এই দেড়শ জনের মধ্যে ১৭ জেলার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন নরসিংদীর এবং ৩৪ জন কক্সবাজার জেলার।

এছাড়া ২৯ মে মিয়ানমারের নৌ-বাহিনী সাগর থেকে আরও ৭২৭ জনকে উদ্ধার করে। এদের মধ্যেও বাংলাদেশি রয়েছে বলেও দাবি করছে মিয়ানমার।

এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথা হচ্ছে বলে জানান মো. খালেকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৮   ২৫৫ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ