ভর্তির নিয়ম ঢাকার তিনটি নামি কলেজের ক্ষেত্রে স্থগিত করে হাই কোর্ট

Home Page » আজকের সকল পত্রিকা » ভর্তির নিয়ম ঢাকার তিনটি নামি কলেজের ক্ষেত্রে স্থগিত করে হাই কোর্ট
সোমবার, ৮ জুন ২০১৫



images5.jpegবঙ্গনিউজ ডটকমঃ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ঢাকার তিনটি নামি কলেজের ক্ষেত্রে স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।

এর ফলে রাজধানীর নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষা নিয়েই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

ওই তিন কলেজের অধ্যক্ষের করা আবেদন শুনে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ওই তিন কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করে দেন।

মন্ত্রণালয়ের ওই ভর্তি নীতিমালার ছয়টি বিধি কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।

শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে, ক্লাস শুরু হবে ১ জুলাই।

বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১ জুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য এই নীতিমালা।

গত কয়েকবছরের মতো এবারও নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও রোববার মন্ত্রণালয়ের ওই নীতিমালা চ্যালেঞ্জ করে পরীক্ষা নিয়ে ছাত্র ভর্তির জন্য উচ্চ আদালতে আবেদন করেন। তার সঙ্গে এবার একই আবেদন করেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তিতে মন্ত্রণালয়ের নীতিমালার ছয়টি বিধি চ্যালেঞ্জ করা হয় তাদের রিট আবেদন।

সোমবার তাদের পক্ষে শুনানি করেন আইনজীবি ফিদা এম কামাল ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী জিনাত হক।

আদেশের পর আবেদনকারীদের আইনজীবী শাওন সাংবাদিকদের জানান, পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সরকারের নীতিমালার ওই ছয় ধারার কার্যকারিতা নটরডেম, হলিক্রস ও সেন্টজোসেফ কলেজের ক্ষেত্রে স্থগিত করেছে হাই কোর্ট।

“এর ফলে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালিয়ে যেতে আইনগত কোনো বাধা থাকল না।”

বাংলাদেশ সময়: ১৫:২০:১৬   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ