২৬ আওয়ামিলীগ নেতাকর্মী গ্রেফতার

Home Page » আজকের সকল পত্রিকা » ২৬ আওয়ামিলীগ নেতাকর্মী গ্রেফতার
রবিবার, ৭ জুন ২০১৫



302.jpgবঙ্গনিউজ ডটকমঃ অস্ত্রসহ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী অনুসারী ২৬ আওয়ামিলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।২ জুন বিকেলে একই দলের ফেনী-৩ আসনের এমপি রহিম উল্লাহর সমর্থকদের সঙ্গে সংঘর্ষকালে গুলিতে যুবলীগ কর্মী আজিজুল নিহত হওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যায় গাড়িবহর তল্লাসি করে অস্ত্রসহ ওই ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের প্রতিবাদে নিজাম হাজারীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে; ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা ও ফেনী-সোনাগাজী সড়কের বিভিন্ন স্থানে রাত ১০ পর্যন্ত অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

এ ঘটনার রাত সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন র‌্যাব-৭’র অধিনায়ক লে. কর্নেল মিফতাহুল হক। তিনি ২৬ জনকে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি শর্টগান, ১টি একনলা বন্দুক, ৫টি বিদেশি পিস্তল, ৪টি এলজি পিস্তল, ২টি চাইনিজ কঠাল উদ্ধারের কথা নিশ্চিত করেন। এছাড়া গাড়িবহরের মধ্যে ৩টি মাইক্রো রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২ জুন বিকেলে সোনাগাজীতে যুবলীগ কর্মী আজিজুল নিহত হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সোনাগাজীতে প্রতিবাদ সমাবেশ ছিল। সমাবেশে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের এমপি রহিম উল্লাহর গ্রেপ্তার দাবিতে কুশপুতুল দাহ করা হয়। সমাবেশ শেষে সোনাগাজী থেকে ফেনী ফিরছিলেন নিজাম হাজারীর অনুসারীরা। লালপুল নামক স্থানে আসার পর র‌্যাব তাদের পাঁচটি মাইক্রোবাস আটক করে। তবে বহরে নিজাম হাজারী ছিলেন না বলে জানা গেছে।

তবে জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, অস্ত্রগুলো সব বৈধ। এসব অস্ত্রের কাগজপত্র রয়েছে।

এদিকে দলীয় নেতা কর্মীদের আটকের প্রতিবাদে নিজাম হাজারীর অনুসারীরা রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে; ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা ও ফেনী-সোনাগাজী সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন। এতে লালপোল থেকে মহিপাল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৯   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ