বঙ্গনিউজ ডটকমঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঢাকা সফরের দ্বিতীয় দিন শুরু করেছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রার্থনা আর রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনের মধ্যে দিয়ে।
রোববার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি হোটেল সোনারগাঁও থেকে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে ফুল ছিটিয়ে ও উলু ধ্বনি দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন তাকে স্বাগত জানান।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি ও সাংসদ হাজী সেলিম এ সময় উপস্থিত ছিলেন।
মন্দিরের প্রধান সেবায়েত ও পরিচালক প্রদীপ চক্রবর্তী ভারতীয় প্রধানমন্ত্রীকে মন্দিরের ভিতরের প্রধান বিগ্রহের সামনে নিয়ে যান এবং পূজা দেন।
পূজা শেষে নরেন্দ্র মোদীর হাতে একটি স্মারক তুলে দেন তিনি। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত ভারতীয় প্রধানমন্ত্রীকে লাল-সাদা উত্তরীয় পরিয়ে দেন।
এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকেও মোদীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মোদী মূল মন্দিরে পূজা দেওয়ার পর পাশের শিব মন্দিরে যান এবং সেখানে পূজায় অংশ নেন। মন্দিরের সেবায়েতদের সঙ্গে তাকে হাত মেলাতে ও কুশল বিনিময় করতেও দেখা যায়।
ঢকেশ্বরী মন্দিরে ১৬ মিনিট কাটিয়ে মোদীর গাড়িবহর ছোটে ঢাকার রামকৃষ্ণ মিশনের দিকে।
সকাল ৯টা ৭ মিনিটে রামকৃষ্ণ মঠ ও মিশনের ফটকে ভারতীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেন মিশন হেড কোয়ার্টারের (কলকাতা) প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ ও ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ।
ভারতীয় প্রধানমন্ত্রী মঠের ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার সঙ্গে মিলে ধর্মীয় সংগীতে অংশ নেন। তাকে পরিয়ে দেওয়া হয় গেরুয়া রঙের উত্তরীয়।
মিশনের পক্ষ থেকে দুটি স্মারকের পাশাপাশি স্বামী বিবেকানন্দের একটি জীবনী উপহার দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে।
মিশনের কর্মীরা ভারতীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে উচ্চস্বরে স্লোগান দেন। সকাল সাড়ে ৯টার আগে আগে মিশন থেকে মোদী রওনা হন বারিধারার উদ্দেশ্যে।
মোদী বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে যাবেন বঙ্গভবনে।
সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা গ্রহণ করবেন মোদী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন মোদী।
বঙ্গভবনের পর্ব শেষে দুপুরে হোটেলে ফিরবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে।
এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ব্যবসায়ী নেতাদেরও সাক্ষাৎ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ভারতীয় হাই কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেবেন মোদী।
ওই অনুষ্ঠান শেষে ৭টা ৫০ মিনিটে তিনি সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানাবেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে প্রথমবারের মতো ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘নতুন দীগন্তের উন্মোচন’ হল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১১:১৫:২৯ ৩০০ বার পঠিত