বিদ্যুৎ ব্যবস্থার দুর্ভোগে চট্টগ্রাম মেডিকেলের রোগীরা

Home Page » আজকের সকল পত্রিকা » বিদ্যুৎ ব্যবস্থার দুর্ভোগে চট্টগ্রাম মেডিকেলের রোগীরা
শনিবার, ৬ জুন ২০১৫



660dd39d88833d4b3aba327ca476dac5-untitled-1.pngবঙ্গনিউজ ডটকমঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থার এখনো উন্নতি হয়নি। ট্রান্সফরমার বিকল হওয়ায় তিন দিন ধরে ওই হাসপাতালে সীমিত আকারে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এতে গরমে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। অস্ত্রোপচারসহ বিভিন্ন সেবা কার্যত বন্ধ।
গত বৃহস্পতিবার ১৫০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বিকল হয়ে যায়। পরে ওই দিন রাতে ৪০০ কেভিএ একটি ট্রান্সফরমার দিয়ে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এতে প্রায় সব ওয়ার্ডে কেবল সীমিত আলো জ্বালানোর ব্যবস্থা করা সম্ভব হয়। বৈদ্যুতিক পাখা বন্ধ রাখা হয়। ওই বিদ্যুৎ দিয়ে অস্ত্রোপচার কক্ষ, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও নবজাতক ওয়ার্ড চালু রাখার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার দিনভর পরিস্থিতির উন্নতি হয়নি। আজ শনিবারও বিদ্যুৎ পরিস্থিতি ছিল অস্বাভাবিক। ছোট ছোট কয়েকটি ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গণপূর্ত দপ্তর। হাসপাতালের অবকাঠামোগত কাজগুলো তদারক করে গণপূর্ত দপ্তর।
বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি না হওয়ায় আজ সকালে ওয়ার্ডগুলোতে বৈদ্যুতিক পাখা চলাচল বন্ধ ছিল। এতে রোগীদের গরমে হাঁসফাঁস করতে দেখা যায়। মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীর অভিভাবক মাসুদ বলেন, রাতে গরমে আমার রোগী ঘুমাতে পারেনি। এই গরমে এমনিতেই টেকা দায়, সেখানে ফ্যান ছাড়া সুস্থ মানুষই অসুস্থ হয়ে যাবে।হাসপাতালের সহকারী পরিচালক খোরশেদা শিরিন বলেন, জরুরি ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ডে লাইট জ্বালানো হয়েছে। ফ্যান এখনো দেওয়া হয়নি। তবে কিছু কিছু ওয়ার্ডে দুটোই চলছে। তাঁরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন।

বর্তমানে তিনটি ছোট ট্রান্সফরমার দিয়ে এক হাজার ৩১৩ শয্যার এই হাসপাতাল ও আশপাশের স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে গণপূর্ত দপ্তরের উপসহকারী প্রকৌশলী তৌহিদ আকবার বলেন, তাঁরা চারটি ছোট ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এগুলো পুরোপুরি কাজ করলে ৭০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:২০:৩৫   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ