শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সালাহ উদ্দিন আহমেদকে

Home Page » আজকের সকল পত্রিকা » শর্তসাপেক্ষে জামিন দিয়েছে সালাহ উদ্দিন আহমেদকে
শনিবার, ৬ জুন ২০১৫



salahuddinahmed.jpgবঙ্গনিউজ ডটকমঃ ভারতের মেঘালয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি আদালত শিলংয়ে অবস্থানের শর্তে সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর করে।শিলংয়ের অতিরিক্ত উপ কমিশনার (বিচারিক) বি. মৌরির আদালতে সালাহ উদ্দিনের জামিন আবেদনের শুনানি হয়। বাংলাদেশের সাবেক এই প্রতিমন্ত্রী শিলংয়ের বাইরে যেতে পারবেন না শর্তে তার জামিন মঞ্জুর করেন বিচারক।

শর্ত অনুযায়ী সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে।

অনুপ্রবেশের মামলায় গত বুধবার সালাহ উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে মেঘালয় পুলিশ।

সালাহ উদ্দিনের আইনজীবী এসপি মোহন্ত আদালতে তার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। সন্ধ্যার পর বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন বলে তিনি জানান।

অসুস্থতার জন্য সালাহ উদ্দিন জামিন পেলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে পারছে না তার পরিবার।

ঢাকা থেকে অন্তর্ধানের দুই মাস পর গত ১১ মে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ। অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির নামে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে আসার এক পর্যায়ে গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন অপহৃত হন বলে তার পরিবারের অভিযোগ।

ওই দিন অচেনা এক দল লোক উত্তরার ওই বাড়ি থেকে তাকে তুলে নেওয়ার পর দীর্ঘদিন একটি ছোট কক্ষে আটকে রাখে বলে দাবি করেছেন সালাহ উদ্দিন।

কিডনি জটিলতার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত সালাহ উদ্দিন বর্তমানে শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধি রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিৎসা নিচ্ছেন।

সালাহ উদ্দিন গ্রেপ্তার হওয়ার কিছু দিন পর শিলংয়ে যান তার স্ত্রী হাসিনা আহমেদ। চিকিৎসার জন্য স্বামীকে সিঙ্গাপুর নিতে চান বলে জানিয়েছিলেন তিনি।

তবে আদালতের শর্ত অনুযায়ী মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত শিলংয়ে অবস্থান করতে হওয়ায় সে সুযোগ পাচ্ছেন না সালাহ উদ্দিন আহমেদ।

সালাহ উদ্দিনের বিরুদ্ধে শিলং পুলিশ যে অভিযোগ এনেছে, তার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড।

বাংলাদেশ সময়: ১১:১২:০২   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ