পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের গোপন তথ্য ফাঁস!

Home Page » এক্সক্লুসিভ » পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের গোপন তথ্য ফাঁস!
বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫



1433376571002.jpgবঙ্গনিউজ ডটকমঃ হঠাৎ করেই এবার পাকিস্তান সফরে আসার কথা জানায় জিম্বাবুয়ে। দীর্ঘ ৬ বছর পর প্রথম কোনো টেস্ট খেলুড়ে দল হিসেবে কদিন আগে পাকিস্তানে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে গেছে জিম্বাবুইয়ানরা। সেই ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। কোনো দলই দেশটিতে খেলতে আসতে রাজি হচ্ছিল না।

তবে শুধু সিরিজ খেলতেই এই সফরে আসেনি জিম্বাবুয়ে। তার পেছনে ছিল মোটা অঙ্কের টাকার হাতছানিও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আর্থিক নিশ্চয়তা পেয়েই সফরে আসতে রাজি হয়েছিলেন জিম্বাবুয়ের খেলোয়াড়রা। জিম্বাবুয়ের প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১২ হাজার ডলার করে দেয়ার প্রতিশ্রুতি দিতে হয়েছিল পিসিবিকে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ তাদের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। সফরের আগে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) ৫ লাখ ডলার দিতে হয়েছে পিসিবির। খেলোয়াড়দের অর্থ ওটার মধ্যেই ছিল। পিসিবি অবশ্য জিম্বাবুয়ে ক্রিকেট ও তাদের খেলোয়াড়দের অর্থ দেয়ার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

সফরে আসার জন্য জিম্বাবুয়ের প্রতিটা খেলোয়াড়কে প্রথমে ১০ হাজার ডলার করে দিতে চেয়েছিল পিসিবি। তবে তাতে বেশিরভাগ খেলোয়াড়ই রাজি ছিলেন না। নিরাপত্তার জন্য এই অর্থ যথেষ্ট মনে করেননি তারা। সিরিজের প্রথম ওয়ানডের আট দিন আগে হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করার কথাও বলেছিল জিম্বাবুয়ে। তবে নিরাপত্তা নয়, অর্থের বিষয়টাই এটার মূল কারণ ছিল। পরে আলোচনার মাধমে পিসিবির সঙ্গে সমঝোতা হয় তাদের।

পাকিস্তান সফরে আসার ফলে খেলোয়াড়রা যে অর্থ পাচ্ছেন, তা তাদের মাসিক বেতনের দ্বিগুণের চেয়ে বেশি। অর্থ অবশ্য দুই ভাগে দেয়ার কথা। প্রথমে, সফরে আসলে। দ্বিতীয়ত, সিরিজ শেষ হলে। যে কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডের সময় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণের পরও তৃতীয় ওয়ানডে খেলতে রাজি হয়েছিল জিম্বাবুয়ে। খেলোয়াড়রা মাসে বেতন পান সর্বোচ্চ সাড়ে ছয় হাজার ডলার। যেখানে এক সফরেই তারা পকেটে পুরছেন সাড়ে ১২ হাজার ডলার! এমন সুযোগ কে বা হাতছাড়া করতে চায়!

বাংলাদেশ সময়: ১১:০৩:৩০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ