‘বলিউড নায়িকারা কে কত বেশি ধনী’

Home Page » এক্সক্লুসিভ » ‘বলিউড নায়িকারা কে কত বেশি ধনী’
বুধবার, ৩ জুন ২০১৫



38228244a4554ebec5ca14bce9857375.jpgবঙ্গনিউজ ডটকমঃ বলিউডের নায়িকাদের মাঝে অভিনয়ের পাশাপাশি নিজের অবস্থান তৈরি করতে টাকা-পয়সাও গুরুত্বপূর্ণ বিষয়! তাই তারা নিজেদের গ্লামারের পাশাপাশি এই অর্থ-সম্পদের দিকেও নজর রাখছেন।

এদিকে বলিউডের কোন নায়িকা কতোটা ধনী? এ বছরের হিসাবে এখন পর্যন্ত তেমন ধনী ১০ বলিউডি অভিনেত্রীর কথা নিয়ে লিখেছে থিস্টল নামের এক ওয়েবসাইট। সে ওয়েবসাইটের তথ্য অনুযায়ি বলিউডের নায়িকাদের মধ্যে সব থেকে বেশি সম্পদের আধিকারী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর সব থেকে কম সম্পদ রয়েছে কারিশমা কাপুরের। তবে কার সম্পদের পরিমাণ কতোখানি? কিন্তু কার কতোটা সম্পদ? তার বিস্তারিত তথ্যে একটু নজর দেয়া যাক।

১. ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত মসৃণ গতিতে এগিয়েছেন। বিশাল সাফল্যের পাশাপাশি তাঁর বড় সাফল্য, কখনোই কোনো বড় ব্যর্থতার মুখোমুখি হননি। আন্তর্জাতিক অঙ্গনেও তারকাখ্যাতি পাওয়া এই সাবেক বিশ্বসুন্দরীর নিজস্ব সম্পত্তির পরিমাণ সাড়ে তিন কোটি মার্কিন ডলার।

২. আমিশা প্যাটেল

‘কহো না…পেয়ার হ্যায়’ ছবি দিয়ে স্বপ্নিল অভিষেক হয়েছিল আমিশা প্যাটেলের। তার পর কিছুদিন ভালোভাবে চললেও সুবিধা করতে পারছিলেন না। সানি দেওলের সঙ্গে ‘গাদার’ ছবিতে অভিনয় করে আবারো আলোচনায় এলেও বলিউডে আর তেমন কিছু করতে পারেননি। ক্যারিয়ার চালু রেখেছেন দক্ষিণে। সম্পত্তির পরিমাণ তিন কোটি মার্কিন ডলার।

৩. অমৃতা রাও

‘ম্যায় হু না’র পর সুরজ বরজাতিয়ার ‘বিবাহ’ ছবিতে পেয়েছিলেন ঐতিহাসিক সাফল্য। বলিউডে ক্যারিয়ার খুব না জমলেও দক্ষিণে অমৃতার যেন জুড়ি নেই! সম্পত্তির পরিমাণ প্রায় দুই কোটি মার্কিন ডলারের।

৪. কাজল দেবগন

বলিউডে মূলধারার বাণিজ্যিক ছবিতে আবেদন আর অভিনয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন কাজল। ক্যারিয়ারে রীতিমতো ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর আর শাহরুখ খানের জুটি বলিউডের সব সময়ের সেরা জুটির একটি। মিসেস দেবগনের সম্পত্তির পরিমাণ এক কোটি ৬০ লাখ ডলারের।

৫. ইলিয়েনা ডি’ ক্রুজ

বলিউডে ইলিয়েনার আগমন ‘বারফি’ দিয়ে। স্বপ্নের মতো অভিষেক ঘটলেও পরে আর ‘ম্যায় তেরা হিরো’ ছাড়া অন্য তেমন কিছুতেই সাফল্য পাননি। তাতে কী, দক্ষিণে তো তিনি দারুণ ব্যবসাসফল! ইলিয়েনার অর্থবিত্ত এক কোটি ৪০ লাখ ডলার।

৬. কারিশমা কাপুর

কারিশমা কাপুর দীর্ঘদিন ধরে মেইনস্ট্রিম বলিউড ছবির সফল অভিনেত্রী ছিলেন। ফ্যাশন সেন্সের জন্য সব সময় পেয়েছেন আলাদা প্রশংসা। কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে স্বামীর সঙ্গে। রাজ কাপুরের নাতনিটির সম্পত্তির পরিমাণ এক কোটি ২০ লাখ মার্কিন ডলার।

৭. ডিম্পল কাপাডিয়া

‘ববি’ দিয়ে আলোড়ন তুলেছিলেন সেই ১৯৭৩ সালে। তার পর সময় গেলেও ফুরোয়নি ডিম্পলের জাদুকরি আকর্ষণ। এখনো প্রায়ই কাজ করেন ছবিতে। মোট সম্পত্তি তাঁরও এক কোটি মার্কিন ডলারের।

৮. মল্লিকা শেরওয়াত

‘খোয়াইশ’ থেকে ‘মার্ডার’। একসময়ে কেবল শরীরী আবেদনে বলিউডে পরিচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে মল্লিকা শেরওয়াত মাত করেছেন বাইরের দুনিয়াও। মল্লিকার অর্থবিত্ত রীতিমতো এক কোটি মার্কিন ডলার।

৯. প্রীতি জিনতা

অভিনেত্রী পরিচয় প্রীতির জন্য এখন মোটামুটি সাবেক। মালিকানাধীন ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ ক্রিকেট দলটি নিয়েই মনোযোগ আর বেশিটা সময় চলে যায়। কিছুদিন পর তাঁর নতুন ছবি ‘ভাইয়াজি সুপারহিট’-এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মিষ্টি হাসির এই অভিনেত্রীর সম্পত্তির মূল্য এক কোটি মার্কিন ডলার।

০. প্রিয়াঙ্কা চোপড়া

এ বছরে প্রিয়াঙ্কার বড় চমক ছিল হলিউডে পদার্পণ। কোয়ান্টিকো নামের একটি অ্যাকশন সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বলিউডের ‘পি সি’! কয়েক দিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘দিল ধাড়াকনে দো’। সম্পত্তির পরিমাণ ৮০ লাখ মার্কিন ডলার।

 

বাংলাদেশ সময়: ২০:৫৯:৪০   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ