‘এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ইউজিসি চেয়ারম্যানসহ ৭ জনকে হত্যার হুমকি’

Home Page » আজকের সকল পত্রিকা » ‘এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ইউজিসি চেয়ারম্যানসহ ৭ জনকে হত্যার হুমকি’
বুধবার, ৩ জুন ২০১৫



1111_2.jpgবঙ্গনিউজ ডটকমঃ এবার আলকায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ সংগঠনের নামে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীসহ ৭জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

চিঠি পাঠিয়ে এ হত্যার হুমকি দেয়া হয়। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদের কাছে এ চিঠি পাঠানো হয়।

খয়েরী খামের ভেতর লাল কালিতে লেখা আলকায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ স্বাক্ষরিত ঐ চিঠিতে তিনি সহ আরো ৭জনের নাম রয়েছে। ৭ জনের ৪জনই ঢাবি শিক্ষক। ঢাবি প্রক্টর ড. এ এম আমজাদ ছাড়াও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন ড: আখতারুজ্জামান ও ইতিহাস বিভাগের অধ্যাপক ও জহুরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

এছাড়াও এই লিস্টে আছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অভিনেত্রী শমী কায়সার।

চিঠিতে নামের লিস্টের উপরে লেখা ‘সেকেন্ড লিস্ট অব ডেথ’। সবার নামের পরে লেখা আছে ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেথ’। লিস্টের প্রতিটি নামের ডান পাশেই ভিন্ন ভিন্ন ট্যাগ লেখা আছে।

ড. এ কে আজাদ চৌধুরীর নামের পাশে লেখা ‘ইসলামিক এনিমি’। এরপরেই আসাদুজ্জামান এর নামের পাশে লেখা ‘মিনিস্টার ট্রেইটর বিডি’। ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসাইন- অ্যান্টি ইসলাম রাইটার। অভিনেত্রী শমী কায়সার ‘নাস্তিক’। আবু মুসা মুহাম্মদ মাসুদুজ্জামান জাকারিয়া মাসুদ ‘অ্যান্টি ইসলাম.ওয়ার্কার’। প্রক্টরের নামের পাশে লেখা ‘ডিফেমার অব ডিউ’। সর্বশেষ ড. আখতারুজ্জামান এর নামের পাশে লেখা আছে ‘ইসলামিক এনিমি’।

চিঠি পাওয়ার পর তাৎক্ষণিক ব্যাবস্থা হিসেবে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরী করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, এ কে আজাদ স্যারের কাছে চিঠি আসার পর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধানমন্ডি থানায় জিডি করেছি। তবে তিনি সহ আরো দুইজন শিক্ষকের নাম লিস্টে থাকলেও তাদের কাছে এখনো চিঠি আসেনি বলে জানিয়েছেন তিনি।

এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ দশজনকে হত্যার হুমকী দিয়ে চিঠি পাঠিয়েছিল আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১১:৪৬:২২   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ