পাঁচ মাস পর মাঠে এলো বিএনপি

Home Page » প্রথমপাতা » পাঁচ মাস পর মাঠে এলো বিএনপি
মঙ্গলবার, ২ জুন ২০১৫



20130127-192317_84985.jpgবঙ্গনিউজ ডটকমঃ সপ্তাহকালের কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলো। প্রায় ৫ মাস পর যেন প্রাণ ফিরে এলো দলীয় নেতা-কর্মীদের মাঝে। আলো জ্বলছে দলীয় কার্যালয় নাসিমন ভবনেও। বহুধাবিভক্ত চট্টগ্রাম বিএনপির নেতা-কর্মীরা অনেকটা ঐক্যবদ্ধ হয়ে নগর বিএনপির প্রতিটি কর্মসূচি পালন করে আসছে গত শুক্রবার থেকে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকীকে ঘিরে গৃহীত কর্মসূচির কারণেই এই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন এখানকার দায়িত্বশীল নেতৃত্ব।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান সরকারের বর্ষ পূর্তির বিরোধিতা করে গত ৫ জানুয়ারি চট্টগ্রাম বিএনপি ওইদিন ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের কর্মসূচি হাতে নেয়। যার ফলে ৫ জানুয়ারি সকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মাঠে নামলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাধে। বিএনপির অন্তত ৩ শতাধিক নেতা-কর্মী ওইদিন আটক হন। এরপর ঢাকা-চট্টগ্রামে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করলে রাজপথে নামতে গিয়ে প্রশাসনের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। সে সময় নগরীর বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের মতো ঘটনা ঘটলে দলটির অন্তত সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হন উত্তর-দক্ষিণ ও মহানগর বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা। পরবর্তীতে মামলা ও গ্রেফতার আতঙ্কে গাঢাকা দেন নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ অপরাপর শীর্ষ নেতা-কর্মী। ফলে বিগত প্রায় ৫ মাস ধরে কোনো দলীয় কর্মসূচি হাতে নিতে পারেনি চট্টগ্রাম বিএনপি। বিগত এই কয়েক মাস নাসিমন ভবনের দলীয় কার্যালয়েও কোনো নেতা-কর্মীর ছিল না আনাগোনা। বেশ কিছুদিন বিএনপির এই দলীয় কার্যালয়টি ছিল পুলিশি পাহারায়। এমনকি সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থী দিলেও এ কার্যালয়ে কোনো নির্বাচনী কর্মসূচি পালন হয়নি। অবশেষে গত শুক্রবার থেকে খানিকটা প্রাণ ফিরে পায় কার্যালয়টি।

এদিকে শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচিটি শতভাগ রাজনৈতিক না হলেও বেশ সাড়া ফেলেছে বলে মনে করছেন দলীয় নীতিনির্ধারকরা। শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরীর ৪১ ওয়ার্ডে সমাবেশ, দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণের এই কর্মসূচি শুরু হয় শুক্রবার সকাল থেকে। ইতিমধ্যে নগরীর কয়েকটি ওয়ার্ডে দলীয় এই কর্মসূচিতে যোগ দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ অন্য নেতারা।

 

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ