ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৫০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের ল্যাপটপ

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৫০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের ল্যাপটপ
মঙ্গলবার, ২ জুন ২০১৫



th.jpegবঙ্গনিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৫০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের চতুলে দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে চতুর্থ ডিইউআইটিএস ন্যাশনাল ক্যাম্পাস আইটি ফেস্ট- ২০১৫ এর সমাপণী অনুষ্ঠানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় পলক বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন, তার সবকটিরই সূত্রপাত ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই সরকার প্রযুক্তির উন্নয়ন ভাবনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব সময় আগে বিবেচনা করে থাকে।

এর আগে মে মাসের মাঝামাঝিতে ৫০ জন ঢাবি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের ল্যাপটপ বিতরণ করে আইসিটি বিভাগ।

মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিটি মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করলে ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। একজন শিক্ষার্থীর হাতে একটি ল্যাপটপ তুলে দিলে তা ব্যক্তি, দেশ, জনগণ, উন্নতি-অগ্রগতিরে পেছনে বড় ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে একটি বিশেষ দিনকে আইটি দিবস ঘোষণা করে প্রযুক্তির বিস্তারে ব্যাপক কর্মসূচি গ্রহণের আহ্বানে সায় দেন মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির নেতারা এই অনুরোধ জানায়।

মন্ত্রী বলেন, “২০০৮ সালের ১২ ডিসেম্বর লক্ষ্যহীন একটি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য রূপকল্প-২০২১ ঘোষণা করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। এরই পথ ধরে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এইদিনটিকে আইটি দিবস হিসাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যপস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ডেল ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হায়দার আলী বলেন, “গরীব মেধাবী শিক্ষার্থীদের মেধা যাতে বৃথা না যায়, সেজন্য ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা খাত থেকে শিক্ষাবৃত্তিসহ নানা অনুদান দিয়ে থাকে এক্সিম ব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি) কোন অসচ্ছল শিক্ষার্থী আবেদন করলে তাদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাংক।

বাংলাদেশ সময়: ১১:২৮:৩০   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ