প্রথম দিন সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

Home Page » অর্থ ও বানিজ্য » প্রথম দিন সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে
সোমবার, ১ জুন ২০১৫



stock-1.jpgবঙ্গনিউজ ডটকমঃ সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে।এদিন সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে ডিএসইতে।

ডিএসইতে ৭৮৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭০ কোটি কম।

আর সিএসইতে ৯৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার ঢাকায় ৮৫৮ কোটি ৮১ লাখ টাকা এবং চট্টগ্রামে ৭৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

রোববার ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে হয়েছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিকস, এসিআই ফরমুলেশন, ইউনাইটেড পাওয়ার, শাহাজীবাজার পাওয়ার, বিএসসিসিএল, বারাকা পাওয়ার, এমজেএল বিডি, ফার কেমিক্যালস ও বেক্সিমকো ফার্মা।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১১৯ পয়েন্ট থেকে কমে হয়েছে ১৪ হাজার ১৯৫ পয়েন্ট।

এ বাজারে লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দর।

বাংলাদেশ সময়: ১১:১৬:৩৮   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ