ঢাকায় ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন

Home Page » বিনোদন » ঢাকায় ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন
সোমবার, ১ জুন ২০১৫



thumbphp.jpegবঙ্গনিউজ ডটকমঃ দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় এলেন ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন। লাক্সের এই পণ্যদূত শনিবার বাংলাদেশে এসেছিলেন ইউনিলিভারের এক আয়োজনে যোগ দিতে। ক্ষণিকের উপস্থিতিতেই আসর মাত করেন এই অভিনেত্রী।‘দেখা করুন দিপিকার সাথে’ শিরোনামের এক ক্যাম্পেইন শুরু হয় এ বছরের শুরুতে। দিপিকার সঙ্গে সাক্ষাতের এই অভূতপূর্ব সুযোগ পেতে তার ভক্তরা হয়ে উঠেছিলেন মরিয়া। ১২ লাখ ভক্ত লাক্স সাবান কিনে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। যার মধ্যে সেরা ১০০০ জনকে নির্বাচিত করা হয় বিজয়ী হিসেবে।

এই ক্যাম্পেইনের সমাপনী আয়োজনে যোগ দিতেই দিপিকা এসেছিলেন ঢাকায়। তার সম্মানে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সেন্টারে আয়োজন করা হয় এক জমকালো আসরের। লাক্স-চ্যানেল আই সুপারস্টারদের পাশাপাশি এই আসরে আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশে লাক্সের সাবেক পণ্যদূত সাদিয়া ইসলাম মৌ, শমী কায়সার, রুমানা রশীদ ঈশিতারা। এসেছিলেন সংগীতাঙ্গনের তারকারাও।

সন্ধ্যা সাতটায় জমকালো এই আসরের শুরু হয় বাপ্পা মজুমদারের পরিবেশনায়। ঢাকার আকাশে তখন মেঘের আনাগোনা, বইছে ঠাণ্ডা বাতাস। আর তখনই বাপ্পার কণ্ঠে বৃষ্টিবন্দনা ‘বৃষ্টি পড়ে।’ বাপ্পার পরে গান গেয়ে শোনালেন জোহাদ, কণা, জন, পার্থ বড়ুয়া।

তারপর ‘ট্রিবিউট টু দিপিকা’ শিরোনামে আয়োজন করা হয় একটি ফ্যাশন শোর। এই ফ্যাশন শোতে র‌্যাম্পে দেখা দিলেন লাক্সের সাবেক পণ্যদূত সাদিয়া ইসলাম মৌ, শমী কায়সার, রুমানা রশীদ ঈশিতারা। র‌্যাম্পে দেখা গেলো লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা নাদিয়া আফরিন মিম, নাজিবা, মেহজাবীন, শানু, মৌসুমী হামিদ, নীলা, টয়ারা।

“আ মেসমেরাইজিং ফ্র্যাগরেন্ট ইভনিং উইথ দিপিকা’ অনুষ্ঠানটির শুরু হয় এরপরই। ‘ওম শান্তি ওম’- গানটির আবহে মঞ্চে দেখা দিলেন ২৮ বছর বয়সী মহাতারকা। শাড়ি পরিহিতা দিপিকাকে বঙ্গললনার মতোই দেখাচ্ছিল। সঙ্গে ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক তাহসান। তাহসানের প্রশ্নের জবাবে দিপিকা বললেন, “বাংলাদেশে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আমার ভক্তদের ভালোবাসা সত্যিই আমাকে আবেগপ্রবণ করে তুলেছে।”

দিপিকা-তাহসানের কথোপকথন চলতে থাকে। ‘ছুঁয়ে দিলে মন’-সিনেমার গানটি তাহসান গেয়ে শোনালে দিপিকা সে গানের তালে নেচেও দেখালেন।

তারপর মঞ্চে এলেন এবারের ক্যাম্পেইনজয়ী ভক্তরা। প্রিয় তারকাকে সামনে পেয়ে আনন্দে আত্মহারা ভক্তদের কেউ তাকে জড়িয়ে ধরলেন, কেউ আবার তার সঙ্গে নাচলেনও।

যাবার আগে দিপিকা জানিয়ে গেলেন, “সুযোগ পেলে আমি বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করতে চাই।”

বাংলাদেশ সময়: ১১:০৯:৫১   ১০৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ