চীনের রাজধানীতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

Home Page » বিশ্ব » চীনের রাজধানীতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ
সোমবার, ১ জুন ২০১৫



1beijing.jpgবঙ্গনিউজ ডটকমঃ নতুন আইন জারির করে চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।সোমবার, ১ জুন থেকে কার্যকর হওয়া আইনটি চীনা আইনপ্রণেতারা নভেম্বর, ২০১৪-তে অনুমোদন করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।

এখন থেকে বেইজিংয়ের রেস্তোরায়, কোনো অফিসে বা যানবাহনে ধূমপান করা যাবে না। কেউ সিগারেট ধরালে দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এ অপরাধে তাকে ২০০ ইউয়ান (২৫৬০ টাকা) জরিমানা দিতে হবে।

অপরদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আইন কার্যকরের ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানকে ১০ হাজার ইউয়ান জরিমানা করা হবে।

আইনের প্রয়োগ নিশ্চিত করতে কয়েক হাজার পরিদর্শক নগরিটিতে মোতায়েন করা হবে।

চীনে ৩০ কোটিরও বেশি ধূমপায়ী আছেন। দেশটিতে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়।

আইনটি বেইজিংয়ে কার্যকর হওয়ার আগে থেকেই চীনে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ছিল, কিন্তু তদারকির অভাবে আইনটির তেমন প্রয়োগ নেই।

দেশজুড়ে সব হোটেল-রেস্তোরাসহ প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে ২০১১ সালে একটি গাইডলাইন প্রকাশ করেছিল দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। কিন্তু ইচ্ছা হলেই যেখানে-সেখানে সিগারেট ধরানো চীনা ধূমপায়ীদের বেপরোয়া মনোভাবের কারণে আইনটি কার্যকর করা যায়নি।

কিন্তু এবারের আইনের একটি ধারা অনুযায়ী, যে বারবার আইন ভাঙবে তার নাম সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে তাকে লজ্জা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এতে কাজ হবে বলে আশা করছে নগর কর্তৃপক্ষ।

নতুন আইনে বেইজিংজুড়ে সিগারেটের বিজ্ঞাপনের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপান নিবারণে করা কঠোর এ আইনকে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৩:০৩   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ