ঢাকা-মাওয়া পরিবহন ধর্মঘট

Home Page » সংবাদ শিরোনাম » ঢাকা-মাওয়া পরিবহন ধর্মঘট
রবিবার, ৩১ মে ২০১৫



th3.jpegবঙ্গনিউজ ডটকমঃ শিমুলিয়া ঘাটে বাস মালিকদের কাছ থেকে টোল আদায়ের প্রতিবাদে ধর্মঘট করছে ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলকারী বাস মালিক সমিতি।রোববার সকাল থেকে মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেড়ারেশন শ্রমিক ইউনিয়ন (৪৯৪) এ ধর্মঘট শুরু করেছে।

তবে দূর পাল্লার বাস এ ধর্মঘটের বাইরে থাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে কোচগুলো চলাচল করছে।

মাওয়া মাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর জানান, বিআইডব্লিউটিএ সম্প্রতি পাকিং ইয়ার্ড ইজারা দিয়ে এখন বাস মালিকদের কাছ থেকেও টোল আদায় শুরু করেছে।

তিনি বলেন, “তাই অবৈধ এ টোল আদায়ের প্রতিবাদে আমরা ঢাকা-মাওয়া রুটে চলাচলরত ১২টি বাস মালিক পক্ষ একমত হয়ে এ ধর্মঘটের ডাক দিয়েছি।”

এ বিষয়ে বৃহস্পতিবার বিআইডব্লিউটি এর চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠির কোন উত্তর ও টোল প্রত্যাহার না করায় রোববার থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে শিমুলিয়া পাকিং ইয়ার্ডের ইজারাদার লুৎফর রহমান তালুকদার বলেন, বিআইডব্লিউটিএ এ পার্কিং ইয়ার্ডের ইজারা আহ্বান করলে আমি টেন্ডারের মাধ্যমে ইজারা নিয়ে সরকারের নির্ধারিত ৪০ টাকা হারে টোল আদায় করছি।

বিআইডব্লিউটিএ এর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, বিআইডব্লিউটিএ সরকারের সব নিয়ম-কানুন মেনে এ ঘাটের ইজারা আহ্বান করে। এটি অবশ্যই বৈধ ইজারা।

পূর্বের ঘাটগুলোতে বিআইডব্লিউটিএ সব ধরনের সুযোগ সুবিধা দিতে না পারায় এ টোল আদায় করেনি জানিয়ে তিনি আরো বলেন, “অনেক টাকা খরচ করে ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে বিআইডব্লিউটিএ শিমুলিয়ায় নতুন ঘাট নির্মাণ করেছে। তাই নিয়ম অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে।”

গত ২৪ মে একই দাবিতে ঢাকা-মাওয়া রুটে বাস ধর্মঘটের ডাক দিলেও পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাস মালিকরা। কিন্তু আশ্বাস পূরণ না হওয়ায় আবার ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৭:০১:১০   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ