অর্থসংকটে ব্রাঞ্জেলিনা!!!!!

Home Page » এক্সক্লুসিভ » অর্থসংকটে ব্রাঞ্জেলিনা!!!!!
রবিবার, ৩১ মে ২০১৫



jolie1433051615.jpgবঙ্গ-নিউজঃ হলিউডের জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই তারকা জুটির বিয়ের পর থেকে তাদের একত্রে অনেকেই ভালোবেসে ‘ব্রাঞ্জেলিনা’ নামে অভিহিত করে থাকেন।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট যেমন হলিউডের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী তারকাদের অন্যতম, তেমনি খরচের দিক দিয়েও এই জুটি আবার অন্য অনেকের থেকেও অনেকটাই এগিয়ে। ওকে ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, আলোচিত এই জুটি সম্প্রতি ঋণ করে জীবনযাপন করছেন।

জানা গেছে, গত বছরের আগস্টে বিয়ের পর এই জুটি তাদের জমানো ৪২৫ মিলিয়ন ডলার খরচ করে ফেলেছেন। আর বর্তমানে ৩৫ মিলিয়ন ডলারের ঋণ করে ফেলেছেন। ঋণ শোধ করতে তারা তাদের নিউ অর্লিয়েন্সের ৬.৫ মিলিয়ন ডলারের বাড়িটি বিক্রি করে দিচ্ছেন।

এরপরও সমস্যা না কাটলে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট তাদের ৬০ মিলিয়ন ডলারের ফ্রান্সের সম্পত্তিটি বিক্রি করে দেবেন বলে ওকে ম্যাগাজিনের খবরে বলা হয়েছে।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সংসারের বিভিন্ন খরচের মধ্যে ৬ সন্তানের লালন-পালন বাবদই বছরে ১ মিলিয়ন ডলার হয় বলে রিপোর্টে বলা হয়েছে। ভ্রমণ বাবদও বেশ খরচ হয়। যখন তারা ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেন না, তখন সবার জন্য পাবলিক বিমানের প্রথম শ্রেণির টিকিট কাটেন, যার খরচও ধীরে ধীরে আকাশচুম্বী হয়েছে। তবে খরচ মেটানোর জন্য অ্যাঞ্জেলিনা ও ব্র্যাড পিট এখন মরিয়া হয়ে উঠেছেন।

বাংলাদেশ সময়: ১৪:১২:৫৮   ৩৮২ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ