এম.এন.এস ঝড়ে কোপা ডেলরে জিতল বার্সেলোনা

Home Page » এক্সক্লুসিভ » এম.এন.এস ঝড়ে কোপা ডেলরে জিতল বার্সেলোনা
রবিবার, ৩১ মে ২০১৫



11229368_637142976422567_8912651656315785668_n.jpgক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার একই দলে থাকলে প্রতিপক্ষের যে কী হাল হতে পারে, তা আরেকবার দেখল ফুটবল বিশ্ব। আবারও একসঙ্গে জ্বলে উঠলেন বার্সেলোনার আক্রমণভাগের এই ত্রয়ী। মেসি করলেন জোড়া গোল। সুয়ারেজের পাস থেকে নেইমারও গোল করলেন একটি। আর তাতেই কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সা। টুর্নামেন্টে এটা বার্সার রেকর্ড ২৭তম শিরোপা।

লা লিগার পর কোপা দেল রে জিতে এ মৌসুমে স্বপ্নের ট্রেবল-শিরোপা জয়ের পথেও আরেক ধাপ এগিয়ে গেল বার্সা। আগামী ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলেই বিশ্বের প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল-শিরোপা জেতার রেকর্ড গড়বে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের ফাইনালে চোট কাটিয়ে দলে ফেরেন বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণভাগের ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজকে একসঙ্গে পায় বার্সা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সা ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো। তবে নেইমারের একটি গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। ১২ মিনিটে সুয়ারেজের একটি শট ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক হেরেরিন।

11214051_851710648236855_68625318677292940_n_272061.jpgঅবশ্য ঘরের মাঠে দর্শকদের গোল উপহার দিতে খুব বেশি সময় লাগেনি বার্সার। ২০ মিনিটে দারুণ এক গোলে বার্সাকে এগিয়ে দেন দলের সেরা তারকা মেসি। আর্জেন্টাইন তারকার গোলটি ছিল দেখার মতো। বাঁ দিক থেকে বিলবাওয়ের চার খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢোকেন মেসি। এরপর বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন চার বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে এটা মেসির ৫৭তম গোল।

৩৭ মিনিটে বার্সার লিড দ্বিগুণ করেন নেইমার। বক্সের সামনে মেসির সঙ্গে ওয়ান-টু খেলে সুয়ারেজকে পাস দেন ইভান রাকিটিচ। বক্সের ভেতর সুয়ারেজ আবার বল বাড়ান নেইমারকে। ফাঁকা পোস্টে বল জড়াতে কোনো ভুল করেননি ব্রাজিল তারকা। ৪১ মিনিটে একটি গোল শোধ করার সুযোগ এসেছিল বিলবাওয়ের সামনে। তবে উইলিয়ামসের ভলি ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। ৪৩ মিনিটে মেসির ফ্রি-কিক একহাতে ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। ফলে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন মেসি। রাকিটিচের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের ভেতর মেসিকে ক্রস দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা। পাঁচ মিনিট পরেই অবশ্য একটি গোল শোধ করে বিলবাও। ইবাই গোমেজের ক্রস থেকে হেডে গোলটি করেন উইলিয়ামস।

৯০ মিনিটে বার্সার জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামা জাভির ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ফলে শেষ পর্যন্ত আর কোনো গোল পায়নি বার্সা। তবে ঠিকই ৩-১ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতেন বার্সার খেলোয়াড়রা।11391372_836717843081328_1058638332979027012_n.jpgখেলা শেষে ম্যাচের সুভেনিয়র হিসেবে পিকে গোল পোস্টের নেট কেটে নেন।

বাংলাদেশ সময়: ১০:২৬:৪৯   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ