স্থল সীমান্ত চুক্তি মোদির চোখে ‘বার্লিন প্রাচীরের পতন’

Home Page » আজকের সকল পত্রিকা » স্থল সীমান্ত চুক্তি মোদির চোখে ‘বার্লিন প্রাচীরের পতন’
রবিবার, ৩১ মে ২০১৫



 88226_26683_1.jpg আর ক’দিন পরই বাংলাদেশে সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের রাষ্ট্রীয় সফরের পূর্বে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়া ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি ভারতের রাজ্যসভা ও লোকসভায় পাশ হওয়া বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তিকে ‘বার্লিন প্রাচীরের পতন’ বলে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

মোদি বলেন, আমরা দীর্ঘ দিনের ঝুলে থাকা একটি প্রধান সমস্যার সমাধান করেছি যা সকল পক্ষই বিশ্বাসের সঙ্গে সেটি গ্রহণ করেছে। সম্প্রতি দিল্লির স্থানীয় এক জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে অতীত থেকে বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশ সফর নিয়ে মোদি এসব কথা বলেন।

দুই দেশেরই এই ‘বৃহৎ অর্জনকে’ মিডিয়া অন্যভাবে ব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেন মোদি। তিনি প্রশ্ন রেখে বলেন, পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে এই ‘বার্লিন প্রাচীরের পতনের’ মতো আর কোনো উদাহরণ আছে?

স্থল সীমান্ত চুক্তির বিষয়ে স্থানীয় ওই পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মোদি আরো বলেন, এই চুক্তির ফলে আমাদের প্রতিবেশী সুলভ ভাবধারা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। কারণ, এই মুহূর্তে উন্নয়ন ও সমৃদ্ধির বার্তা সরাসরি বাস্তবায়িত হচ্ছে।

স্থল সীমান্ত বিল পাশের পর এক সপ্তাহ পরই বাংলাদেশ সফর করবেন মোদি। কিন্তু ঝুলে থাকা আরও একটি ‘বিরাট সমস্যা’ তিস্তা চুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে কিনা সাক্ষাতকারে এমন প্রশ্নের কোনো উত্তর দেন নি ভারতের প্রধানমন্ত্রী।

দীর্ঘ ৪১ বছর যাবৎ ঝুলে থাকার পর চলতি মাসের প্রথম দিকে সর্বসম্মতিক্রমে স্থল সীমান্ত বিষয়ক সংশোধনী বিল পাশ করে ভারতীয় পার্লামেন্ট। দীর্ঘ অপেক্ষার পর এই চুক্তি বাস্তবায়নকে ‘বার্লিন দেয়ালের পতনে’র সঙ্গে তুলনা করছেন নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময়: ৯:২৬:০৮   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ