ওয়ানডে সিরিজেও পাকিস্তানের শুভ সূচনা

Home Page » ক্রিকেট » ওয়ানডে সিরিজেও পাকিস্তানের শুভ সূচনা
বুধবার, ২৭ মে ২০১৫



pk10-290x160.jpgবঙ্গনিউজ ডটকমঃ টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও পাকিস্তানের শুভ সূচনা। হাই স্কোরিং ম্যাচে জিম্বাবুয়েকে ৪১ রানে হারিয়েছে আজহার-হাফিজরা। স্বাগতিকদের হয়ে টপ অর্ডারের সব ব্যাটসম্যানই রান পেয়েছে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেই সেঞ্চুরি করে নির্বাচকদের আস্থার প্রতিদান দেন শোয়েব মালিক। আর বোলিং প্রান্তে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের সামনে বিধ্বংসী রুপ ধারণ করেন ওয়াহাব রিয়াজ।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে ৩৭৬ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় পাকিস্তান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৫ রানের মধ্যেই জিম্বাবুয়ের দুই ওপেনার ভুসি সিবান্দা (২৩) ও সিকান্দার রাজা (৩৬) প্যাভিলিয়নে ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা ১২৪ রানের পার্টনারশিপ গড়ে চাপ সামাল দেন।

দলীয় ১৮৯ রানের মাথায় মালিকের বলে হাম্মাদ আজমের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন মাসাকাদজা (৭৩)। অপর প্রান্তে ক্যারিয়ারের প্রথম ওয়ান শতক তুলে নেন চিগুম্বুরা। পরে ব্যক্তিগত ১১৭ রানে ওয়াহাবের বলে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এর মধ্য দিয়েই জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনাটা ফিঁকে হয়ে যায়। শেষ পর্যন্ত তারা পাঁচ উইকেট হারিয়ে ৩৩৪ রান করতে সমর্থ হয়। রিচমন্ড মুতুম্বাবামি ও প্রসপার উতসেয়া দু’জনই ২১ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে ওয়াহাব ১০ ওভার বল করে ৪.৭০ ইকোনমি রেটে তিনটি উইকেট লাভ করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানদের নৈপুণ্যে তিন উইকেটে ৩৭৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় পাকিস্তান। ওপেনিং জুটিতেই ১৭০ রান তোলেন মোহাম্মদ হাফিজ (৮৬) ও ‍অধিনায়ক আজহার আলী (৭৯)। হারিস সোহেলের সঙ্গে ২০১ রানের পার্টনারশিপ গড়ে ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১১২ রানে আউট হন মালিক।

এ ম্যাচে ৭০ বল মোকাবেলায় ১০টি চার ও দুই ছক্কার সাহায্যে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি আদায় করে নেন মালিক। এটি তার অষ্টম ওয়ানডে শতক।

জিম্বাবুয়ের হয়ে ডানহাতি স্পিনার উতসেয়া দু’টি উইকেট লাভ করেন।

উল্লেখ্য, ২৬ মে লাহোরে ‍দু’দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১:০১:৪৫   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ