‘জাতীয় তথ্য বাতায়ন’ পুরস্কার পেয়েছে এটুআই প্রকল্প

Home Page » আজকের সকল পত্রিকা » ‘জাতীয় তথ্য বাতায়ন’ পুরস্কার পেয়েছে এটুআই প্রকল্প
বুধবার, ২৭ মে ২০১৫



0000000000-290x158.jpgবঙ্গনিউজ ডটকমঃ টানা দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।তাদের ‘জাতীয় তথ্য বাতায়ন’ এবছর ‘একসেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ ক্যাটাগরিতে’ সম্মানজনক এ পুরস্কার পেয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য বাতায়নের এই পুরস্কার জয়ের কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, মঙ্গলবার জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তর জেনেভায় বাংলাদেশের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

প্রাথমিক বাছাইয়ের ৩ নম্বর ক্যাটাগরিতে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নের সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, মিশর, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি ও পোল্যান্ডের ৪৬টি উদ্ভাবনী প্রকল্প মনোনীত হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর জাতীয় তথ্য বাতায়নের পাশাপাশি এটুআই প্রকল্পের আরও একটি উদ্যোগ ‘শিক্ষক বাতায়ন’ ৪ নম্বর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল।

গত বছর তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার’ পায় এটুআই প্রকল্প।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নে (www.bangladesh.gov.bd) ২৫ হাজার ওয়েবসাইট ও ৪২ হাজার সরকারি দপ্তরকে সংযুক্ত করা হয়েছে।

আবুল কালাম আজাদ জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন, ইউটিলিটি বিল প্রদান, পাসপোর্টের জন্য আবেদন, কর প্রদান, সরকারি ফরম ডাউনলোডসহ প্রায় ১৫০টিরও বেশি ই-সেবা এই পোর্টাল থেকে দেওয়া হয়।

“তথ্য বাতায়নে ২০ লাখের অধিক কন্টেন্ট, ৪৫ হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি এবং ৭ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য সমৃদ্ধ ই-ডিরেক্টরি যুক্ত করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৫৪:০৯   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ