তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ ও পাকিস্তান-জিম্বাবুয়ে

Home Page » এক্সক্লুসিভ » তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ ও পাকিস্তান-জিম্বাবুয়ে
মঙ্গলবার, ২৬ মে ২০১৫



pk-290x171.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে নেমে গেছে পাকিস্তান। ফলে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাও শঙ্কার মধ্যে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। র‌্যাঙ্কিংয়ে আবার আটের মধ্যে ফেরার লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। ছয় বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ে। দুই দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন অধিনায়ক আজহার আলী। ব্যাটিংয়ে তার সঙ্গে ফিরেছেন আসাদ শফিক ও হ্যারিস সোহেল। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও জায়গা পেয়েছেন ব্যাটসম্যান শোয়েব মালিক ও পেসার মোহাম্মদ সামি। পেসার জুনাইদ খানও স্কোয়াডে এসেছেন। অপরদিকে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিততে জিততে হেরে যাওয়া জিম্বাবুয়ে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চাইবে। অবশ্য পাকিস্তানের বিপক্ষে তাদের অতীত ইতিহাস খুব একটা সুখকর নয়। পাকিস্তানে কখনোই ওয়ানডে সিরিজ জেতেনি জিম্বাবুইয়ানরা। এ ছাড়া ৪৮ বারের দেখায় জিম্বাবুয়ে জিতেছে মাত্র তিনবার। শেষ জয় ২০১৩ সালে। জিম্বাবুয়ে এবার চমক দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার!

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৬   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ