জাতীয় দলের ফুটবলার নাদির সন্ত্রাসীদের হাতে খুন

Home Page » আজকের সকল পত্রিকা » জাতীয় দলের ফুটবলার নাদির সন্ত্রাসীদের হাতে খুন
মঙ্গলবার, ২৬ মে ২০১৫



25559_1.jpgবঙ্গনিউজ ডটকমঃ জাতীয় দলের সাবেক ফুটবলার নাদির বিন কামরুলকে (২৮) চাঁদার টাকা নাদিয়ে প্রতিবাদ কারায় কুপিয়ে হত্যা করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভাই। আর কুপিয়ে জখম করাছে তার বাবাকে।

 

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,নদিরের কাছে দাবিকৃত চাঁদার টাকা নাদিয়ে প্রতিবাদ কারায় কুপিয়ে হত্যা করেছে এ মর্মে থানায় একটি মামলা হয়েছে। এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরার চেষ্টা চালছে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পলাশ উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মুহুরির ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীনের ভাই।

নাদিরের বাবা কামরুল সাংবাদিকদের জানান, তার একটি ধানের চাতাল রয়েছে। কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা শাহীন এসে তার কাছে চাঁদা দাবি করছিলেন। তিনি চাঁদা দিতে পারবেন না বলে জানিয়ে দেন।

আজ সন্ধ্যায় শাহীন এসে তার কাছে আবার চাঁদা দাবি করেন। তিনি দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছেলের বয়সী শাহীন তাঁর কলার ধরে মারধর করেন। খবর পেয়ে তাঁর ছেলে নাদির এসে শাহীনকে একটি চড় দেয়।

এরপর শাহীনের দুই ভাই সাইফুল ও তুহিন এসে নাদিরের ডান উড়ুতে কোপ দেয়। তাকেও জখম করে। এতে নাদিরের প্রচুর রক্তক্ষরণ হয়। ঢাকার হাসপাতালে নেওয়ার পথে নাদিরের মৃত্যু হয়।

উল্লেখ্য, নাদির ঢাকার আরামবাগ ক্রীড়া চক্রের ফুটবল দলে খেলতেন।

 

বাংলাদেশ সময়: ০:৫২:৩০   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ