‘ইত্যাদি’ এবার গাজীপুর জেলার সফিপুরে

Home Page » এক্সক্লুসিভ » ‘ইত্যাদি’ এবার গাজীপুর জেলার সফিপুরে
সোমবার, ২৫ মে ২০১৫



ittadi.jpgবঙ্গনিউজ ডটকমঃ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর জেলার সফিপুরের আনসার একাডেমিতে। শেকড় সন্ধানী অনুষ্ঠানটি বরাবরই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। তাদের এসব কাজ দেখে অন্যেরাও অনুপ্রাণিত হতে পারেন।

এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। দুই অভিন্ন হৃদয় বন্ধুর বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী পালনের উৎসবে আমন্ত্রিত হয়ে গিয়েছিল ‘ইত্যাদি’র টিম। এই দুই বন্ধুর ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। রয়েছে উপমহাদেশের প্রথম চর্যাপদ মুখস্থকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র জাকেরুল ইসলাম কায়েসের ওপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। আনসার-ভিডিপি আমাদের দেশের এমন একটি সংগঠন, যার কীর্তি সেই স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে আমাদের গৌরবান্বিত করেছে এবং করে চলেছে আজও-তাদের ওপর রয়েছে একটি তথ্যমূলক প্রতিবেদন। এ ছাড়াও রয়েছে একটি আদর্শ গ্রামের ওপর শিক্ষণীয় ও অনুকরণীয় প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। যেহেতু ইত্যাদি এখন দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ধারণ করা হয় এবং সেই অঞ্চলের শিল্পীদের দিয়েই গান করানো হয়, সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে গান গেয়েছেন গাজীপুরেরই খ্যাতিমান শিল্পী মিনা বড়ুয়া। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছেন স্থানীয় ভাষা শহীদ আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের প্রায় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী। রয়েছে মহান ‘মে দিবস’ উপলক্ষে বাংলাদেশ আনসার বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় শ্রমজীবী মানুষদের নিয়ে একটি জনপ্রিয় গানের সমবেত যন্ত্র সংগীত।

নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। দেশি ফলের পরিচিতি সংকট, কথার লড়াই, অনুষ্ঠানের প্রচারণা ও বাস্তবতা, টিভি উপস্থাপনার ধরনসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।

ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচারিত হবে ২৯ মে রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৩   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ