নজরুলের জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » নজরুলের জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সোমবার, ২৫ মে ২০১৫



jhgf.jpgবিশেষ প্রতিবেদকঃজাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করতে কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ২৩ বছর পর সোমবার প্রধানমন্ত্রী কুমিল্লা আসছেন।এর আগে ১৯৯২ সালে কবি নজরুলের জন্মজয়ন্তী অনুষ্ঠান কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপিত হয়।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কুমিল্লায় এখন সাজ সাজ রব। নগরীর বিভিন্ন স্থানের নজরুল স্মৃতিচিহ্নগুলো সংস্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংস্কৃতিকর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর জানান, আগামী ২৫, ২৬ ও ২৭ মে কুমিল্লায় তিন দিনব্যাপী জাতীয় কবির জন্মবার্ষিকীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ মে প্রধানমন্ত্রী কুমিল্লা টাউন হলের মাঠে জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন। জন্মজয়ন্তীর অনুষ্ঠানের আগে ওই মাঠের ভাষা সৈনিক রফিকুল ইসলাম মঞ্চে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ সব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীর টাউন হল মাঠে ৩ হাজার ২৪ বর্গফুট মঞ্চ নির্মাণ করা হয়েছে। তৈরি করা হয়েছে ৫ হাজার লোকের ধারণ ক্ষমতার একটি প্যান্ডেল। অনুষ্ঠানমালা সম্প্রচারের জন্য মহানগরজুড়ে লাগানো হয়েছে অর্ধশতাধিক মাইক। সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের জন্য মহানগরীর নজরুল অ্যাভিনিউ, লাকসাম রোড, বাদুরতলা ও সাত্তার খান শপিং কমপ্লেক্সের সামনে বসানো হয়েছে ৯৬ বর্গফুটের ৪টি এলইডি টিভি মনিটর।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ। নজরুল স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শান্তনু কায়সার।
এদিকে, এই দিনটিতে প্রধানমন্ত্রী এবার কুমিল্লা বিভাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা কুমিল্লাবাসীর।

বাংলাদেশ সময়: ১০:৫২:২৯   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ