শিল্প সম্ভাবনাময় রাজশাহীতে এবার অটোকার কারখানা

Home Page » এক্সক্লুসিভ » শিল্প সম্ভাবনাময় রাজশাহীতে এবার অটোকার কারখানা
রবিবার, ২৪ মে ২০১৫



769-230x160.jpgবঙ্গনিউজ ডটকমঃ শিল্প সম্ভাবনাময় রাজশাহীতে এবার অটোকার (মোটরযান) কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত তিনটি কার নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশের এনা গ্রুপের সহযোগিতায় রাজশাহীতে এ কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।এ জন্য শুক্রবার কোরিয়ার তিন কোম্পানির ১১ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এতে শিল্প প্রসার ছাড়াও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন জানান, অবহেলিত রাজশাহীতে শিল্পকারখানা স্থাপনের অংশ হিসেবে এখানে অটোকার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এনা গ্রুপের সহযোগিতায় দক্ষিণ কোরিয়ার তিনটি কোম্পানি এ কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। ২৬ মার্চ এনা গ্রুপের একটি প্রতিনিধি দল কোরিয়ায় কার তৈরি প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়। ওইদিন ফোয়াংসিটি হলরুমে অনুষ্ঠিত সভায় কোম্পানি তিনটির সঙ্গে এনা গ্রুপের এ সিদ্ধান্ত হয়। সে মোতাবেক কোরিয়ার প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।

তিনি আরও জানান, কারখানা স্থাপনে রাজশাহী নগরীর বিসিক শিল্প এলাকা নির্বাচন করা হয়েছে। কারখানা স্থাপনের স্থান পরিদর্শন ও বাণিজ্যিক অন্যান্য বিষয়ে অবহিত হওয়ার জন্য কোম্পানি তিনটির ১১ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। দলের শুক্রবার রাত ৮টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার সকালে তারা ঢাকায় এনা গ্রুপের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকেলে তারা রাজশাহীর বাগমারায় আসবে। এখানে এনা গ্রুপের বিভিন্ন ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করে রবিবার তারা নগরীর বিসিক এলাকার সম্ভাব্য কার তৈরির কারখানার স্থান পরিদর্শন করবেন। সেইসঙ্গে দুপুরে কোরিয়ার প্রতিনিধি দলের সদস্যরা রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে প্রথমে রাজশাহীর ব্যবসায়ীদের সঙ্গে ও পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এখানে তাদের আগ্রহ ও ব্যবসা বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন।

এনা গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, রাজশাহীতে কারখানাটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ছাড়াও কর্মসংস্থানের সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০১   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ