ফের তামিলনাড়ুর মসনদে জয়ললিতা

Home Page » বিশ্ব » ফের তামিলনাড়ুর মসনদে জয়ললিতা
শনিবার, ২৩ মে ২০১৫



65.jpgবঙ্গনিউজ ডটকমঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা।

শনিবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে তিনি শপথ নেন। মাদ্রাজ ইউনিভার্সিটি সেন্টেনারি অডিটোরিয়ামে সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে তার এই শপথ পড়ানো হয়।
এ নিয়ে ৬৭ বছর বয়সী এআইডিএমকে প্রধান জয়ললিতা পঞ্চমবারের মত তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।
গভর্নর কে রোসাই জয়ললিতার শপথ বাক্য পড়ান। তিনি ২০১১ সালে ভূমিধ্বস বিজয়ের পরেও এখানেই শপথ নিয়েছিলেন। শপথ অনুষ্ঠানে জয়ললিতা সবুজ রঙের শাড়ি পরে এসেছিলেন।
জয়ললিতার সঙ্গে ২৮ জন মন্ত্রীও আজ শপথ নেন। এর মধ্যে দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়লে ওই পদে দায়িত্ব পালন করা তার বিশ্বস্ত পান্নিরসেলভামও শপথ নেন।
শপথ অনুষ্ঠানে তামিলে শক্তিমান অভিনেতা রজনীকান্ত, শরৎ কুমার, আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাস, শিল্পপতি ও সাবেক ক্রিকেট প্রশাসক এসি মুতাইয়া, বিজেপি সেক্রেটারি এইচ রাজা, লোকসভার ডেপুটি স্পিকার থাম্বি দুরাই প্রমুখ উপস্থিত ছিলেন। তবে শপথ অনুষ্ঠানে বিরো ডিএমকের কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি।
সম্প্রতি দুর্নীতির মামলায় জয়ললিতার দণ্ডাদেশ বাতিল করে উচ্চতর একটি আদালত। এরপরই তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। আর নয় মাস বিরতির পর আবার মুখ্যমন্ত্রী হলেন প্রভাবশালী এ রাজনীতিক।
তামিলনাড়ুর গভর্নর কে রোজাইয়াহ্র কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, জয়ললিতাকে রাজ্য সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্যের রাজধানী চেন্নাই নগরে জয়ললিতার বাড়ির সামনে গতকাল শ’ শ’ সমর্থক জড়ো হয়ে উল্লাস করেন। নেত্রীর প্রত্যাবর্তন উপলক্ষে এআইডিএমকে দলের নেতাকর্মীদের অনেকে মিষ্টি বিতরণ করেন।
সাবেক চলচ্চিত্র তারকা জয়ললিতার পক্ষে তামিলনাড়ুতে বিপুল সমর্থন রয়েছে। জাতীয় রাজনীতিতেও তার দল এআইএডিএমকে যথেষ্ট গুরুত্ব পায়। ভারতীয় লোকসভায় দলটি তৃতীয় সর্বোচ্চ আসনের অধিকারী।
৫৩ কোটি রুপির অর্থসম্পদের সুনির্দিষ্ট হিসাব দিতে না পারায় জয়ললিতা গত বছর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। তবে কর্ণাটক হাইকোর্ট গত সপ্তাহে ওই মামলা বাতিল করে।
জয়ললিতার অনুপস্থিতিতে এতদিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তারই বিশ্বস্ত নেতা পান্নিরসেলভাম। তিনি গতকাল পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৩:৫০:৫৪   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ