রাঙ্গামাটিতে আমের বাম্পার ফলন

Home Page » অর্থ ও বানিজ্য » রাঙ্গামাটিতে আমের বাম্পার ফলন
শনিবার, ২৩ মে ২০১৫



56.jpgবঙ্গনিউজ ডটকমঃ পাহাড়ি জেলা রাঙ্গামাটির প্রতিটি উপজেলাতেই চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে।এবছর জেলা ও উপজেলার আম গাছ গুলোতে আমের ফলন দেখে পথচারিদের চোখ জুড়িয়ে যায়। গাছে আমের ভালো ফলন দেখে চাষিদেরও মনে রয়েছে আনন্দ। উপজেলা ঘুরে আম বাগান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার আম বাগানগুলোতে আমের বাম্পার ফলন হয়েছে। আম বাগানের পাশাপাশি বসত বাড়ির পাশে ও আঙ্গিনায় আম গাছে আম ধরেছে প্রচুর।
লংগদুসহ কয়েকটি উপজেলার আম চাষিরা জানান,গত তিন থেকে চার বছরের তুলনায় এবছর পাহাড়ি এলাকাগুলোতে আম, কাঠাল ও লিচুসহ মৌসুমী ফল ভালো হয়েছে। তবে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার আম বাগানগুলোতে প্রচুর আম হয়েছে। তারা আরো জানান, আর অল্প কিছুদের মধ্যে বাগানের সম্পুর্ণ আম পাকা শুরু করবে। আমের বাম্পার ফলন হওয়ায় উপজেলার আম চাষিদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া অনুকূল থাকলে আম চাষিরা এবার আমের বাম্পার ফলন পাবে। এদিকে উপজেলার কয়েকজন আম বাগানের মালিক জানান,এবছর বাগানে প্রচুর পরিমানে আমের মুকুল আসতে দেখে প্রথম থেকেই বাগানের পরিচর্যা ও স্পে করা হয়। তারা আরো জানান, আমের ফলন ভালো হওয়ায় আম ছোট থাকতেই ব্যবসায়িরা আম বাগান কিনে নিয়েছে এবং এখনো অনেক ব্যবসায়িরা আম পাকার আগেই বাগানগুলো কিনে নিচ্ছে।তবে বাগান ক্রয় করা কয়েকজন আম ব্যাবসায়ি জানান, এবছর আমের ভালো ফলন দেখে আমরা জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে আমের বাগান দেখে আম চাষিদের সাথে কথা বলে বাগানগুলো ক্রয় করে থাকি। ব্যবসায়িরা আরো জানান, বাগানের আম এখনো পুরোপুরি পাকেনি আরো কিচুদিন পরে সম্পুর্ণ আমা পাকা শুরু করবে। তবে এখন বাজারে আমের চাহিদা থাকায় আমের ভালো দামও পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বড় ও ছোট মিলে বহু সংখ্যক আম বাগান গড়ে উঠেছে। এবার আম বাগানগুলোতে প্রচুর পরিমাণ মুকুল ধরেছিল। আবহাওয়া অনুকুল থাকায় এবং আম বাগানগুলোর পরিচর্যা ঠিক মত হওয়ায় আমের বাম্পার ফলন দেখা যাচ্ছে। আম পাকা পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে আম চাষিরা এবার আম চাষ করে লাভবান হতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:১০   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ