ক্যাম্প ন্যুয়ে আজ উৎসবের সাথে বিষাদ

Home Page » এক্সক্লুসিভ » ক্যাম্প ন্যুয়ে আজ উৎসবের সাথে বিষাদ
শনিবার, ২৩ মে ২০১৫



barcelona-vs-deportivo-2013.jpgখোকন-ক্রীড়া ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লিগে আজ রাতে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে দেপোর্তিভোর বিপক্ষে মাঠে নামছে কাতালানরা। আজ চ্যাম্পিয়নদের হাতে উঠবে ট্রফি। ক্যাম্প ন্যুয়ে আজ তাই বার্সার উৎসবের রাত। অন্যদিক থেকে বিষাদেরও। কারণ আজ বার্সার জার্সিতে লা লিগায় নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন জাভি হার্নান্দেজ। আজ তাই আনন্দ ও বিষাদ- দুই সুরই বাজছে ক্যাম্প ন্যুয়ের আকাশে-বাতাসে।গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগায় নিজেদের ২৩তম শিরোপা নিশ্চিত করে বার্সা। গত দশ বছরে এটা বার্সার সপ্তম লিগ শিরোপা। এই সাতটির সঙ্গে বার্সার আরো একটি শিরোপা জয়ের অংশ ছিলেন জাভি। ১৯৯৮ সালে বার্সার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের পর থেকে এ পর্যন্ত আটটি লিগ শিরোপা জিতেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। হয়ে উঠেছেন কিংবদন্তি। আজ সেই কিংবদন্তি লা লিগায় বার্সার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন। ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণাটা গত বৃহস্পতিবারই দিয়েছেন জাভি। বার্সার সঙ্গে ১৭ বছরের বন্ধন ছিন্ন করে যোগ দিচ্ছেন কাতারের ক্লাব আল সাদে।
xavi-spain-reuters-080514.jpgবার্সার হয়ে আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন লিগ, দুটি কোপা দেল রেসহ মোট ২৩টি শিরোপা জিতেছেন জাভি। যা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফ্রান্সিসকো জেন্টোর সঙ্গে যৌথভাবে স্প্যানিশ রেকর্ড। ১৯৫৩-৫৪ থেকে ১৯৭০-৭১ মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে জেন্টোও ২৩টি শিরোপা জিতেছিলেন। আর মাত্র একটি শিরোপা জিতলেই জেন্টোকে ছাড়িয়ে স্প্যানিশ ফুটবল ইতিহাসে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতার নতুন রেকর্ড গড়বেন জাভি। তার সে সুযোগটাও ভালোই রয়েছে। আগামী ৩০ মে কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও এবং ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে খেলবে তার দল বার্সেলোনা।

xavi-wallpapers-2014.jpgলা লিগায় জাভির শেষ ম্যাচটি জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চায় বার্সা। দেপোর্তিভোর বিপক্ষে বার্সার অতীত ইতিহাসও বেশ নজরকাড়া। দলটির বিপক্ষে শেষ ৯টি লিগ ম্যাচে অপরাজিত বার্সা। এর মধ্যে সাতটি জিতেছে এবং দুটি ড্র করেছে। দেপোর্তিভোর বিপক্ষে বার্সা সবশেষ হেরেছে সেই ২০০৮ সালে। দেপোর্তিভোর সঙ্গে শেষ দেখায় গত জানুয়ারিতে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল বার্সা। দলের এই আর্জেন্টাইন তারকা এ মৌসুমে দারুণ ছন্দে আছেন। কম যাচ্ছেন না লুইস সুয়ারেজ ও নেইমার। এই ত্রয়ীর দারুণ পারফরম্যান্সে এখন আকাশে উড়ছে বার্সা। আজ দেপোর্তিভো বিপক্ষে আবার একসঙ্গে জ্বলে উঠতে পারেন মেসি-নেইমার সুয়ারেজ। বার্সা-দেপোর্তিভো ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে দশটায়।

সূত্রঃ গোল ডটকম

বাংলাদেশ সময়: ১১:৫০:৩৮   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ