উৎপাদন ব্যয় ৯৫০, বিক্রি ৬৫০!

Home Page » অর্থ ও বানিজ্য » উৎপাদন ব্যয় ৯৫০, বিক্রি ৬৫০!
শনিবার, ২৩ মে ২০১৫



images3.jpgবঙ্গনিউজ ডটকমঃ টাঙ্গাইলের মির্জাপুরে চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে। স্থানীয় কৃষি অফিসের হিসাব মতে, চলতি বছর মির্জাপুর উপজেলায় ২০ হাজার ৪৭৮ হেক্টর জমিতে উপশী জাতের ধান রোপন করা হয়। পর্যাপ্ত সার, সেচ ও অন্যান্য কৃষি উপকরণের সহজলভ্যতা এবং কৃষকের নিবিড় পরিচর্যায় ধানের বাম্পার ফলন হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান জানান। ইতিমধ্যে মির্জাপুরে ধান কাটা মাড়াই শুরু হয়ে প্রায় শেষ পর্যায়ে।

উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রচুর ধানের আমদানি হচ্ছে। কিন্তু ধানের বর্তমান দামে কৃষরা হতাশ। শুক্রবার মির্জাপুর উপজেলা সদরের ধানের হাট ঘুরে দেখা গেছে প্রতিমণ নতুন ধান ৬শ থেকে ৬৫০টাকা বিক্রি হচ্ছে। ধানের বাম্পার ফলন হলেও এর সুফল চাষিরা পাচ্ছেন। চাকলেশ্বর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, সার, কীটনাশক, হালচাষ ও কামলা খরচ মিলিয়ে প্রতিমণ ধান উৎপাদন খরচ প্রায় ৯০০ থেকে ৯৫০ টাকা হলেও বাজারে ধানের দাম মাত্র ৬০০ থেকে ৬৫০টাকা বিক্রি হওয়া উৎপাদন খরচ উঠছে না বলে তিনি হতাশ হয়ে পড়েছেন। বাওয়ার কুমাজানি গ্রামের ফরিদ, চামারী ফতেপুর গ্রামের আমিনুল ইসলাম ও ইচাইল গ্রামের জাহাঙ্গীর একই কথা জানান। অপর দিকে এবার মির্জাপুর উপজেলায় ৩৬৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও ক্রয় অভিযান শুরু না হওয়ায় বাজারে দাম বাড়ছে না বলে জানা গেছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন সরকারি ধান সংগ্রহ শুরু হলে ধানের দাম কিছু দিনের মধ্যে বেড়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০:৫৩:১৫   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ