বার্সাকে রুখতে দরকার ‘বন্দুক আর বোমা’

Home Page » খেলা » বার্সাকে রুখতে দরকার ‘বন্দুক আর বোমা’
বৃহস্পতিবার, ২১ মে ২০১৫



00.jpgবঙ্গনিউজ ডটকমঃ গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে চেয়ে চেয়ে দেখতে হয়েছিল কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার শিরোপা। কোনোটিই জুটেনি কাতালানদের ভাগ্যে। তবে, চলতি মৌসুমে অনন্য এক বার্সাকে দেখছে বিশ্ব ফুটবল।

নতুন কোচ লুইস এনরিকের অধীনে কাতালানরা যেন নিজেদের আবার ফিরে পেয়েছে। নিজেদের সেরাটা দিয়ে ট্রেবল জয়ের কাছে থাকা দলটি ইতোমধ্যে লা লিগার শিরোপা জেতার পাশাপাশি কোপা দেল রে আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইতালিয়ান জায়ান্ট দল জুভেন্টাস। ৬ জুন বার্লিনের ফাইনালে জুভিদের খেলতে হবে মেসি-নেইমার-সুয়ারেজদের নিয়ে বিশ্বসেরা আক্রমণভাগের বিপক্ষে। জুভেন্টাসের সাবেক ডিফেন্ডার মরেনো তোরিসেল্লি এ ম্যাচ প্রসঙ্গে জানান, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সাকে রুখতে আমার ক্লাবের ‘বন্দুক আর বোমা’ দরকার।

ইতালির হয়ে খেলা তোরিসেল্লি মনে করিয়ে দেন বর্তমান বার্সার আক্রমণভাগের কথা। যেখানে মেসি-নেইমার আর সুয়ারেজ মিলে এক মৌসুম শেষ না হতেই একশ’র বেশি গোল করেছেন।

ফিওরেন্টিনার হয়ে ৯৯ ম্যাচ খেলা ৪৫ বছর বয়সী সাবেক এ ফুটবলার বলেন, আমি মনে করি, বার্সার তারকারা জুভিদের তারকাদের থেকে ফেভারিট। এর মূল কারণ কাতালানদের ফরোয়ার্ড। তাদের রুখতে আপনার প্রয়োজন ‘বন্দুক আর বোমা’।

জুভিদের জার্সি গায়ে ১৫২ ম্যাচে মাঠে নামা তোরিসেল্লি আরও যোগ করেন, ফাইনাল মঞ্চে বার্সা এগিয়ে থাকলেও জুভেন্টাস পিছিয়ে নেই। তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে ফাইনালে নিজেদের সেরাটা বিলিয়ে দিতে। অভিজ্ঞদের নিয়ে তারা মাঠে নামবে। ডিফেন্সিভ খেলার পাশাপাশি কাতালানদের বিপক্ষে তারা চাইবে গোল করতে। সমর্থকদের জন্য জুভিরা সব কিছুই করতে চাইবে।

২০০৩ সালে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আসরে লড়েছিল জুভিরা। এপ্রিলের প্রথম লেগে ১-১ এ ড্র করে দল দুটি। আর ফিরতি লেগে বার্সাকে ২-১ গোলে হারিয়ে ৩-২ এগ্রিগেটে জয় পায় জুভিরা।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:০৮   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ