গরম আরও বাড়বে-

Home Page » আজকের সকল পত্রিকা » গরম আরও বাড়বে-
বৃহস্পতিবার, ২১ মে ২০১৫



weather-office1.jpgবঙ্গনিউজ ডটকমঃ মাত্র ছয় দিন পেরিয়েছে জ্যৈষ্ঠ মাস। এ ক’দিনেই চরম গরমে অতিষ্ঠ সবাই। তবে শিগগিরই তাপমাত্রা কমার সুসংবাদ নেই। আবহাওয়া অফিস বলছে, দু’দিন পর গরমের তেজ আরও বাড়বে। আজ বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকায় তাপমাত্রা একই রকম থাকবে। আবহাওয়া অধিদফতর জানায়, জ্যৈষ্ঠের শেষে বৃষ্টিপাতের সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।

এ ইট-কাঠের রাজধানীতে যেখানেই একটু পানি, সেখানেই শরীর জুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ। প্রচণ্ড গরমে গতকাল দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকের পানিতে রোদের কড়া শাসন থেকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ে শিশুরা। তবু তীব্র গরমে কাহিল মানুষ একদণ্ড থেমে নেই। স্বাভাবিক নিয়মেই চলছে প্রতিদিনের জীবন। ক্লান্ত মানুষ ঠাণ্ডা পানীয়তে প্রাণ জুড়ানোর চেষ্টা করে। ফেরিওয়ালারা বাড়িয়ে দিয়েছে ডাবের মূল্য। ঘর্মাক্ত নাগরিকের কাছে তাই অমৃত। কদর বেড়েছে আইসক্রিম আর লেবুর শরবতের।

দোকানিরা বলছে, গরমকালে এমনই হয়। তাদের দোকানে ভিড় বেড়ে যায়। বেচা-বিক্রিটাও হয় ভালো। গত কয়েক দিন ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকলেও দু-তিন দিন পর তাপমাত্রা বেড়ে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, এখন বাতাসে জলীয় বাষ্প আছে। আমাদের দেশে অনেক ডিভিশনে বৃষ্টিও হচ্ছে। এতে আজ বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা এ রকমই থাকবে। তারপর বৃষ্টি কিছুটা কমে গেলে তাপমাত্রা বেড়ে যাবে। সে ক্ষেত্রে হয়তো ঢাকার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে। চলতি মাসে তাপমাত্রা না কমলেও আগামী মাসের শুরুতে বৃষ্টির সঙ্গে গরমের তীব্রতাও কমে যাবে বলে আশা করছেন এ আবহাওয়াবিদ।

শেয়ার !

বাংলাদেশ সময়: ১২:০৩:২৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ