শ্বশুরের কাছে জমি কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা-

Home Page » আজকের সকল পত্রিকা » শ্বশুরের কাছে জমি কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা-
সোমবার, ১৮ মে ২০১৫



4525066581_263034998f.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাগেরহাটে শ্বশুরের কাছে জমি কেনার দুই লাখ টাকা চেয়ে না পেয়ে ঝুমুর রাণী মজুমদার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে তার স্বামী গৌতম দত্ত ও তার পরিবারের সদস্যরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের স্বামীর পরিবার হত্যার অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।মৃত ঝুমুর রাণী মজুমদার বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা গ্রামের উত্তরপাড়ার নির্মল কুমার মজুমদারের মেয়ে এবং সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামের সজল দত্তের ছেলে গৌতম দত্তের স্ত্রী।

ঝুমুরের ভাই বাপ্পী মজুমদার অভিযোগ করেন, দুই বছর আগে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই পরিচয়ের সূত্রধরে পারিবারিকভাবে আমার বোনের সঙ্গে গৌতম দত্তের বিয়ে হয়। এরপর থেকে তারা দু’জনে সুখের সংসার করছিল। কিন্তু গত শুক্রবার আমার বোন হঠাৎ করে আমাদের বাড়িতে বেড়াতে এসে চার কাটা জমি কিনতে আমার বাবার কাছে দুই লাখ টাকা চায়। আমার বাবা আমার বোনকে কিছুদিনের মধ্যে ওই টাকা দেবে বলে জানালে সে পরদিন আমাদের বাড়ি থেকে আবার তার শ্বশুর বাড়ি চলে যায়। রবিবার রাত সাড়ে নয়টার দিকে আমার বোনের বাড়ি থেকে ফোন করে জানায় যে আমার বোন অসুস্থ হয়ে পড়েছে। আমরা রাতেই বোনের বাড়িতে এসে দেখি তার নিথর দেহ খাটে পড়ে রয়েছে। জমি কেনার দুই লাখ টাকা চেয়ে না পেয়ে পরিকল্পিতভাবে ওরা আমার বোনকে শ্বাসরোধে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগ অস্বীকার করে নিহতের ভাসুর বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য উত্তম দত্ত বলেন, জমি কেনার জন্য কোন টাকা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কাছে চাওয়া হয়নি। স্বামীর ওপর তুচ্ছ ঘটনায় অভিমান করে সে ঘরের দরজা আটকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ ঝুমুর মজুমদারের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করেছে। শ্বশুরের কাছে জমি কেনার দুই লাখ টাকা চেয়ে না পেয়ে ঝুমুর রাণী মজুমদারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ