সাংবাদিক হাসানুজ্জামান খান আর নেই

Home Page » আজকের সকল পত্রিকা » সাংবাদিক হাসানুজ্জামান খান আর নেই
সোমবার, ১৮ মে ২০১৫



junlist1431953165.jpgবিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক হাসানুজ্জামান খান আর নেই। সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন )।মরহুমের পারিবারিক সূত্রে জানায়, হাসানুজ্জামান খানের বয়স হয়েছিল ৯০ বছর। দীঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

হাসানুজ্জামান খান স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মর্গে আজ সোমবার তার লাশ রাখা হবে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরহুমের লাশ আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে আনা হবে। প্রেসক্লাবে জানাজা শেষে তাকে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বরেণ্য সাংবাদিক হাসানুজ্জামান খান ১৯২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া গ্রামে জন্মগ্রহণ করলেও তার পিতৃভিটা মানিকগঞ্জ জেলার মূলজান গ্রামে। ১৯৪৫ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর তিনি স্বাধীনতা, পাকিস্তান অবজার্ভার, বাসস, বঙ্গবার্তা, নিউ নেশন, বাংলাদেশ টুডে, ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন মিডিয়ায় কাজ করেন। তার প্রায় ৬০ বছরের সাংবাদিকতা জীবনের বেশির ভাগ সময় তিনি কাজ করেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)। তিনি বাসসের প্রধান বার্তা সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ম্যানিলায় সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ নেন। তিনি প্রেস ইনস্টিটিউটের রিসোর্স পারসন হিসেবে কাজ করেন। জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য ছাড়াও তিনি ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য হাসানুজ্জামান খান রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হন। সাংবাদিকতা ছাড়াও বাংলাদেশ ও তদানীন্তন পূর্ব পাকিস্তানে তিনি বিজ্ঞান বিষয়ক লেখালেখির পথিকৃৎও ছিলেন। তিনি বিভিন্ন পত্রিকায় রাজনৈতিক কলামও লিখেছেন। তার সম্পাদিত বই হচ্ছে ‘এগ্রিকালচার ইন বাংলাদেশ’।

হাসানুজ্জামান খানের ইন্তেকালে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোক বিবৃতিতে হাসানুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০:০৩:২৭   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ