বিশ্বের সেরা স্কুলগুলোর প্রথম পাঁচটি এশিয়ার

Home Page » এক্সক্লুসিভ » বিশ্বের সেরা স্কুলগুলোর প্রথম পাঁচটি এশিয়ার
সোমবার, ১৮ মে ২০১৫



19vie.jpgবঙ্গনিউজ ডটকমঃ বিশ্বের সেরা স্কুলগুলোর সবচেয়ে বড় তালিকার প্রথম পাঁচটি স্থান দখল করেছে  দেশগুলো। আর তালিকার নিচের দিকে আছে আফ্রিকার দেশগুলো।

বিবিসি বলছে, তালিকার শীর্ষস্থানে আছে সিঙ্গাপুর, এরপর আছে হংকং। আর তালিকার সর্বশেষ স্থানে আছে আফ্রিকার দেশ ঘানা।

তালিকার তৃতীয় স্থানে আছে এশিয়ার দক্ষিণ কোরিয়া, তারপর জাপান ও তাইওয়ান।

তালিকার ষষ্ঠস্থানে থাকা ফিনল্যান্ড ইউরোপীয় দেশগুলোর মধ্যে শীর্ষে আছে। এরপর সপ্তম, অষ্টম ও নবম স্থানে আছে ইউরোপীয় দেশ এস্তোনিয়া, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড।

দুই আমেরিকা মহাদেশের মধ্যে শীর্ষে আছে কানাডা। তালিকার ১১তম অবস্থানে আছে দেশটি। অপরদিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের অবস্থান তালিকার ২৮তম স্থানে।

ইউরোপের যুক্তরাজ্য আছে ২০তম স্থানে।

বিশ্বের ৭৬টি দেশের অর্থনৈতিক উন্নতি সঙ্গে শিক্ষার সম্পর্ক বিবেচনা করে তালিকাটি করা হয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ওইসিডি।

সংস্থাটির শিক্ষা বিষয়ক পরিচালক আন্দ্রিয়াস স্লাইচার বলেন, “এই প্রথম আমরা বিশ্বব্যাপী শিক্ষার প্রকৃত তালিকা তৈরি করতে পেরেছি।”

তালিকার শীর্ষস্থানে থাকা সিঙ্গাপুরে ১৯৬০-র দশকেও নিরক্ষর মানুষের সংখ্যা অত্যন্ত বেশি ছিল। কিন্তু বর্তমানে এক্ষেত্রে উন্নতিতে দেশেটি বিশ্বের বাকি দেশগুলোকে ছড়িয়ে গেছে।

যুক্তরাজ্যের প্রতি পাঁচজন তরুণের একজন শিক্ষার মৌলিক কোনো পর্বে পৌঁছানোর আগেই স্কুল ছেড়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। ঝড়ে পড়ার হার কমিয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর মাধ্যমে দেশটি তাদের অর্থরনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করতে পারতো বলে জানিয়েছে ওইসিডি।

সর্ব সাম্প্রতিক এ তালিকায় দেখা গেছে ইরান, দক্ষিণ আফ্রিকা, পেরু ও থাইল্যান্ডের মতো দেশগুলোও শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জন করেছে।

এতে আরও দেখা গেছে শিক্ষা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবনতি। এমনকি যুক্তরাষ্ট্র শুধু ইউরোপীয় দেশগুলোরই পেছনে পড়েনি, এশিয়ার ভিয়েতনামেরও অনেক পেছনে পড়ে গেছে। তালিকায় ভিয়েতনামের অবস্থান ১২তম।

তালিকার সবচেয়ে নিচের দিকে থাকা দেশগুলো হচ্ছে ওমান- ৭২তম, এরপর যথাক্রমে আছে মরক্কো, হন্ডুরাস, দক্ষিণ আফ্রিকা ও সবশেষে ঘানা।

তালিকাটি গণিত ও বিজ্ঞান শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪১   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ