এই নির্বাচন কমিশন অপদার্থ অযোগ্য ঃ ড. এমাজউদ্দীন

Home Page » সংবাদ শিরোনাম » এই নির্বাচন কমিশন অপদার্থ অযোগ্য ঃ ড. এমাজউদ্দীন
শনিবার, ১৬ মে ২০১৫



nk_9102.jpg

বঙ্গ নিউজ, ঢাকা:

তিন সিটি করপোরেশন নির্বাচনের সকল অনিয়ম-কারচুপির তথ্য আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমেদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অলকমিউনিটি ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘তিন সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরণের নিয়ম কানুন ছিল না। এখানে রিগিং বলতে যা হওয়ার তাই হয়েছে। এসবের রেকর্ড আমাদের কাছে আছে। প্রস্তুত রেখেছি। প্রয়োজনে এসব তথ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেব।’
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে এসব অনিয়ম-কারচুপির বিষয়গুলোকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেব, যদি সুযোগ থাকে।’

এমাজউদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সরকারের পতন হয় না। সুতরাং সরকারের উচিত ছিল এই নির্বাচনকে স্বচ্ছ করা। কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে কারচুপি অনিয়ম করার, পাল্টাবে কি করে। ওই নির্বাচনের দিকে তাকালে আমার কষ্ট হয়।’

তিনি বলেন, ‘এই নির্বাচনে সরকার ও বিরোধী দলের জড়িত হওয়ার কথা না। আইনগতভাবে স্থানীয় নির্বাচন হয়েছে। সিটি নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়ন করলে সরকারের কি ক্ষতি হতো? কিন্তু সরকারি কর্মকর্তাদের মাধ্যমে অনিয়ম করা হয়েছে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ‘আমি গালি দেই না। তবে এটা না বললেই নয়, এরা অপদার্থ অযোগ্য। তারা কেন যোগ্যতা প্রমাণ করলেন না, সুষ্ঠু নির্বাচন করলেন না?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, ‘এই নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়েও প্রশ্ন করা সুযোগ করে দিয়েছেন। শান্তি রক্ষায় যারা কাজ করেন আগামীতে তাদের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতে পারে। যে নিজের দেশের শান্তি রক্ষা করতে পারেন না তারা অন্য দেশেরটা কিভাবে করবেন।’

এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘জীবনের শেষ প্রান্তে ভাল কিছু দেখে যেতে চাই। ভালো কিছুর সূচনা করে যেতে চাই। আর বেশিদিন বাঁচার সময় নেই। এমন একটি রাষ্ট্র চাই যেখানে জনগণের কল্যাণ নিশ্চিত হবে। নিরাপত্তা থাকবে।’

সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৩১   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ