মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

Home Page » বিশ্ব » মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
শনিবার, ১৬ মে ২০১৫



mideast-egypt.jpg

বঙ্গ নিউজ, ঢাকা ;

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর এএফপি’র।

গুপ্তচরবৃত্তি এবং কারাভঙ্গ করে আসামিদের বের করে আনতে সহযোগিতার অভিযোগে শনিবার তাকে এ সাজা দেওয়া হয়।

মুরসি ছাড়া এ মামলায় গাজার ইসলামপন্থী দল হামাস এবং লেবাননের শিয়া সংগঠন হেজবুল্লাহর অর্ধডজন নেতাও আসামি।
মিশরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির এ নেতাকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

এর পর থেকে মিশর শাসন করছেন সেনাশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি।

মুরসির পতনের পর থেকে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে স্বৈরশাসক সিসির সরকার।
সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে শত শত গণতন্ত্রকামীকে হত্যা ও হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করার পর এখন প্রহসনের বিচারের মাধ্যমে ইসলামপন্থী নেতাকর্মীদের মৃত্যদণ্ড ও দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট সিসি আদালতকে নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

২০১২ সালে পতিত স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে বিপ্লব চলাকালে সহিংতার অভিযোগে গত মাসে মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত

অ্যামনেস্টি ইন্টারন্যানশাল এই রায়কে ‘প্রহসনের বিচার’ বলে নিন্দা জানিয়েছে।

মুরসির বিরুদ্ধে দায়ের কারা আরো দুটি মামলায় শনিবার রায় ঘোষণার কথা রয়েছে, যাতে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর একটি হচ্ছে বিচার বিভাগকে তাচ্ছিল্য করা এবং অপরটি প্রেসিডেন্ট থাকাকালে কাতারের পক্ষে ‘গুপ্তচরবৃত্তি’।

মিশরের ইতিতাসে মুরসি ছিলেন প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট। শুধু তাই নয়, হোসনি মোবারকের পতনে পর সিসির ক্ষমতা দখলের আগ পর্যন্ত মিশরে যতগুলো নির্বাচন হয়েছে তার প্রতিটিতে জয়লাভ করেছে ৮৭ বছরের পুরনো রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড। সেসব নির্বাচন নিয়ে কোনো প্রশ্নও ওঠেনি।

অথচ সিসি এই দলটিকে উৎখাত করার ঘোষণা দিয়েছেন এবং একে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:০৯   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ