৭ মাত্রার ভূমিকম্পে ২-৩ লাখ মানুষের প্রাণহানি ঘটবে!!

Home Page » আজকের সকল পত্রিকা » ৭ মাত্রার ভূমিকম্পে ২-৩ লাখ মানুষের প্রাণহানি ঘটবে!!
বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫



jkl1.jpgবিশেষ প্রতিনিধিঃবাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ২-৩ লাখ মানুষের প্রাণহানি ঘটবে। বুয়েটের এক গবেষণায় এ তথ্য উঠে এসছে। ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে পার্শ্ববর্তী দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন তারা। সমস্যা সমাধানে জনসচেতনতাকে গুরুত্ব দিলেও নতুন ভবন নির্মাণে সরকারি তদারকির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।আবারো আলোচনায় ভূমিকম্প। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পে দেশটিতে ঘটেছে ব্যাপক প্রাণহানি, তাতে বাংলাদেশেও কম্পন হওয়ায় বেড়েছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড়শ বছরে ভারত ও বাংলাদেশ অংশে রিখটার স্কেলে ৭ এর উপরে ভূমিকম্প হয়েছে ৭টি। আর শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ থেকে ৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে ২০টি।
বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিমুক্ত নয় এখন বাংলাদেশ। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেহেদী আহম্মদ আনসারী বলেন, ‘আমরা ভুলে গেছি এগুলো আসতে পারে, কারণ গত ৮০-৮১ বছরে কোনো বড় ভূমিকম্প হয়নি। আমি মনে করি নেপালের এটি আমাদের একটি ওয়েক আপ কল যে ৬০ বছরে আমাদের এখানে ৭ মাত্রার বড় ভূমিকম্প হতেই পারে।’
আরি বিশ্লেষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘ইন্ডিয়ান প্লেট যাচ্ছে উত্তর দিকে, আর উত্তর দিকে আমাদের ইউরেশিয়ান প্লেট। দুটি প্লেট ধাক্কা দিচ্ছে, আর তাতে করে এর বাউন্ডারিতে এনার্জি স্টোর হচ্ছে। বেশ কিছুদিন পরপর তারা প্রেসারটি রিলিজ করার জন্য জায়গাটি নড়ে যায়, আর তখন ভূমিকম্প হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এমন নরম মাটি সবচেয়ে বেশি চট্টগ্রামে, শতকরা ৮০ ভাগ। আর রাজধানীতে ৬৫ ভাগ।
বুয়েটের জরিপে আশঙ্কা, সাড়ে ৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশে প্রায় ২ থেকে ৩ লাখ মানুষের প্রাণহানি ঘটবে। তবে গবেষকরা বলছেন, ভূকম্পনের ফলে সৃষ্ট দুর্যোগ জনসচেতনতার মাধ্যমে সহজেই মোকাবেলা করা সম্ভব।
অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘পৃথিবীর সব মানুষকে ভূমিকম্প নিয়ে বেঁচে থাকতে হবে। কারণ আমরা সবাই কোনো না কোনো টেকটনিক প্লেটের উপর আছি এবং প্রতিটি টেকটনিক প্লেট মুভ করছে।’
আর ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেহেদী আহম্মদ আনসারী বলেন, ‘ভূমিকম্প হলে আমরা নিচে নেমে যাওয়ার চেষ্টা করছি, এটি একেবারেই নিষিদ্ধ। ঢাকা শহরে কোড অনুযায়ী বিল্ডিং হয়েছে কিনা সেটি দেখভালের দায়িত্ব সরকারের।’
বিশ্ব ব্যাংকের সহায়তায় বুয়েটের জরিপে আরও বলা হয়েছে, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। সময়
-

বাংলাদেশ সময়: ১৩:১৫:১৭   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ