ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন ছিট চন্দ্রখানার বাসিন্দারা

Home Page » আজকের সকল পত্রিকা » ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন ছিট চন্দ্রখানার বাসিন্দারা
সোমবার, ১১ মে ২০১৫



220px-india_bangladesh_border_us_army_map_service.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়ন চূড়ান্ত রূপ পেতে শুরু করায় ছিটমহলের বাসিন্দাদের ভেতরে আনন্দের ঢেউ বয়ে গেলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন ছিট চন্দ্রখানার বাসিন্দারা।বাংলাদেশের মালিকানায় থাকা ব্যতিক্রমী এই ছিটমহলটির অবস্থান দাসিয়ার ছড়া নামে একটি ভারতীয় ছিটমহলের ভেতরে।

কুড়িগ্রাম সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে ফুলবাড়ী থানায় ১ হাজার ৬৪৩ একর আয়তনের ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ার লোকসংখ্যা প্রায় ৯ হাজার।

এরই মধ্যে শূন্য দশমিক ১৪ বর্গ কিলোমিটার আয়তনের চন্দ্রখানায় এখানে ৬৬ ঘর বাংলাদেশির বসবাস।

এ ছিটমহলের বাসিন্দা মো. রফিকুল আলম বলেন, “আমাদের চারদিকে দাসিয়ার ছড়া আর দাসিয়ার ছড়ার চারদিকে বাংলাদেশ। চুক্তিতে বলেছে, বাংলাদেশের ছিটমহল ভারত পাবে আর ভারতের ছিটমহল বাংলাদেশ পাবে। তাহলে আমাদের কী হবে?”

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি ও এর প্রটোকল বাস্তবায়ন হলে বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। একইভাবে ভারতের ভেতর থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল হয়ে যাবে ভারতের ভূমি।

এই প্রক্রিয়ায় ছিটমহলবাসীরা তাদের জমিতে তাদের ভিটামাটিতে বসবাসের সুযোগ পাবেন। কাউকে স্থানান্তরের প্রয়োজন হবে না। তবে তাদের জাতীয়তা বদলে যাবে।

তবে কেউ আগের জাতীয়তা বজায় রাখতে চাইলে তিনি আগের দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

২০১১ সালে ওই চুক্তির সময় করা এক জরিপে দেখা যায়, ছিটমহলগুলোর বাসিন্দাদের বেশিরভাগই তাদের ভিটামাটিতে থেকে যেতে চান।

রফিকুল আলম জানান, তার ছিটমহলে ৩৩৩ জন বাংলাদেশি রয়েছেন। ‘সীমান্তের চক্করে’ পড়ে সরকারি সুবিধা বলতে কেবল জাতীয় পরিচয়পত্রই তারা পেয়েছেন।

“আমাদের ছিটমহলটি যেহেতু ভারতের ছিটমহলের মধ্যে, তাই নাগরিক সুবিধা-অসুবিধার বিষয়গুলো দাসিয়ার ছড়ার সঙ্গেই জড়িয়ে আছে। আমরা তাই ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়নের আন্দোলনে ছিলাম, এখনো আছি। কিন্তু আমাদের কী হবে-সে প্রশ্নটা আবার সামনে চলে আসছে।”

একই ছিটমহলের বাসিন্দা আক্কেল আলী  বলেন, “আমার নাতি খুব অসুস্থ হইল একবার। ছিটের বাসিন্দা হওয়ার কারণে কত যে ঝামেলা পোহাইতে হইল… আমরা এইটা চাই না।”

দাসিয়ার ছড়া আর চন্দ্রখানা, দুটি ছিটমহলই ভৌগলিকভাবে বাংলাদেশের মূল ভূখণ্ডের ভেতরে হওয়ায় চুক্তি অনুযায়ী তা বাংলাদেশেই থেকে যাওয়ার কথা। কিন্তু এ বিষয়টি কোথাও স্পষ্ট করে না বলা থাকায় চন্দ্রখানবাসীর দুশ্চিন্তা কাটছে না।

আক্কেল আলী বলেন, “এখন চারদিকে ভারতীয় ছিটমহল আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। ভবিষ্যতে ভারত হয়ে আমরা বাংলাদেশের ঘেরাওয়ের মধ্যে পড়ে থাকতে চাই না। আমরা বাংলাদেশেই থাকতে চাই।”

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩৯   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ