ভূমিকম্পের সময় করণীয়

Home Page » আজকের সকল পত্রিকা » ভূমিকম্পের সময় করণীয়
সোমবার, ১১ মে ২০১৫



earthquak1431314962.jpgবিশেষ প্রতিবেদকঃভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প হচ্ছে এ ব্যাপারটা উপলব্ধি করতে পারলে তাড়াহুড়া করবেন না, এক কথায় অতিরিক্ত আতঙ্কিত হবেন না। যদিও এ অবস্থায় আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক, তবে যতটুকু সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। নিজে শান্ত থাকবেন, পরিবারের সকল সদস্যদের শান্ত থাকার পরামর্শ দেবেন।ভূমিকম্পের সময় করণীয় কিছু পরামর্শ (অবশ্যই অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন) :

বাইরে থাকলে :
• আয়ত্বের ভেতর থাকলে দৌড়ে খোলা আকাশের নিচে চলে আসবেন, তবে তাড়াহুড়া করবেন না। পরম করুণাময় সৃষ্টিকর্তার স্মরণ এবং সাহায্য কামনা করুন।

• কোনো বড় ধরনের স্থাপনার পাশে অবস্থান নেবেন না।

• নিজেকে নিরাপদ মনে করলে প্রথমেই খেয়াল করবেন কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছেন কি-না।

• সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস হলে সেখান হতে নিরাপদে প্রস্থান করুন।

• মোবাইল ফোন সঙ্গে থাকলে ইমারজেন্সি সহায়তার জন্য যোগাযোগ করুন এবং সাহায্যের জন্য প্রার্থনা করুন।

• পরিবারের লোকজনকে নিজের পাশে রাখার চেষ্টা করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।

ঘরের ভিতরে থাকলে :
• আয়ত্বের ভেতর থাকলে দৌড়ে খোলা আকাশের নিচে চলে আসবেন। তবে তাড়াহুড়া করবেন না এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার স্মরণ এবং সাহায্য কামনা করুন।

• যদি বাসা থেকে বের হতে না পারেন তবে বাসার খাট বা এ জাতীয় কোনো আসবাবপত্রের নিচে অবস্থান নিন এবং ফ্লোরের ওপর শুয়ে পড়ুন।

• কাপড় দিয়ে মুখ ঢেকে নিন।

• পরিবারের লোকজনকে নিজের পাশে রাখার চেষ্টা করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।

• ভূমিকম্প শেষ হয়ে গেলে দেখে নিন সব ঠিকঠাক আছে কি না। নিজে ঠিক থাকলে নিশ্চিত হোন কারো সাহায্য লাগবে কি-না।

• ভূমিকম্পের পর উদ্ধারকর্মীর সহায়তার জন্য মোবাইল সঙ্গে থাকলে যোগাযোগ করুন অথবা যথাসম্ভব মুখ দিয়ে আওয়াজ করে তাদের দৃষ্টি আকর্ষণ করুন।

গাড়িতে থাকলে :
• গাড়িকে নিরাপদ অবস্থানে নিয়ে যাবেন। খেয়াল রাখবেন যাতে কোনো বড় ধরনের স্থাপনার বা গাছের পাশে অবস্থান না হয়।

• পার্কিং ব্রেক করে নেবেন।

• মোবাইল সঙ্গে থাকলে দ্রুত ইমারজেন্সি সহায়তাকেন্দ্রে যোগাযোগ করুন।

• পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের আশ্বস্ত করুন আপনি নিরাপদে আছেন।

• পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে নিরাপদে দূর্যোগের হাত থেকে রক্ষা পেয়েছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করুন।

বাংলাদেশ সময়: ১০:১২:৪৯   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ