ক্ষুদ্রঋণের আওতায় আনতে পারলে দরিদ্রতা থেকে মুক্তি-অর্থমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » ক্ষুদ্রঋণের আওতায় আনতে পারলে দরিদ্রতা থেকে মুক্তি-অর্থমন্ত্রী
রবিবার, ১০ মে ২০১৫



mal-mohit.jpgবঙ্গনিউজ ডটকমঃ দরিদ্রদের ক্ষুদ্রঋণের আওতায় আনতে পারলে আমরা শুধু দরিদ্রতা থেকেই মুক্তি পাবো না, সমৃদ্ধির দিকেও এগিয়ে যাবো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর রজতজয়ন্তী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ দারিদ্র্যের শিকার, তাই ক্ষুদ্রঋণের প্রয়োজন। এতে করে আমরা শুধু দরিদ্রতা থেকেই মুক্তি পাবো না, সমৃদ্ধির দিকেও এগিয়ে যাবো। তবে আগামী দশকে আমরা হয়তো আর দরিদ্র থাকবো না। জাতীয় উন্নয়নে তখন আরো বড় পরিসরে চিন্তাভাবনা করা যাবে।’

দেশে প্রায় ২০ হাজার নিবন্ধিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুদ্রঋণের ধারণা বহু পুরানো। এদেশে ১৯০৪ সালে ক্ষুদ্রঋণ চালু হয়েছিল। কিন্তু ওই সময় সেটা ছিল ব্যক্তি কেন্দ্রীক।’

মুহিত বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর ৮০ দশকে ক্ষুদ্রঋণ নিয়ে নতুন নতুন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়, নতুন নতুন চিন্তা-ভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। যার ফলশ্রুতিতেই প্রতিষ্ঠা পায় পিকেএসএফ। এটি নিজস্ব অর্থায়নে নিজেদের একটি প্রতিষ্ঠান।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিকেএসএফ’র সভাপতি ড. খলীকুজ্জামান বলেন, ‘আমাদের টেকশই উন্নয়নের পথে এগোতে হবে। এজন্য মানবকেন্দ্রিক উন্নয়ন করতে হবে। মানবকেন্দ্রিক উন্নয়ন করতে হলে আগে করতে হবে মানব উন্নয়ন। পিকেএসএফ সেভাবেই কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:২১:১৪   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ