দেশে প্রথমবারের মতো চালু হল বিনামূল্যে ইন্টারনেট

Home Page » এক্সক্লুসিভ » দেশে প্রথমবারের মতো চালু হল বিনামূল্যে ইন্টারনেট
রবিবার, ১০ মে ২০১৫



google-free-internet.pngবঙ্গনিউজ ডটকমঃ দেশে প্রথমবারের মতো চালু হল বিনামূল্যে বেসিক ইন্টারনেট সেবা। সরকারের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে তৈরি ওয়েবসাইটের সাথে দেশীয় সংবাদ, ক্রীড়া, কৃষি, ই-কমার্স, অনলাইন মার্কেট প্লেস সাইটও এতে স্থান করে নিচ্ছে। শুরু থেকে ২০টি ওয়েবসাইট ফ্রি দেখা যাবে। পরে আরো ওয়েবসাইটের সাথে যুক্ত হবে।

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে ফেসবুকের ইন্টারনেট সেবাদাতা সম্প্রসারণ বিভাগ ইন্টারনেট ডট ওআরজির উদ্বোধন করবে। পরে অন্য অপারেটররাও এতে যুক্ত হবে বলে আশা করছে একসেস টু ইনফরশেন (এটুআই) এবং ইন্টারনেট ডট ওআরজি।

অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানান, টেকনিক্যাল কারণে ফ্রি ইন্টারনেট সেবা শুরু করাটা পিছিয়ে গেলেও আজ তা চালু হচ্ছে।

এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানান, শুরুতে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পরে পর্যায়ক্রমে সব পোর্টাল, সাইট এ সেবার আওতায় চলে আসবে।

কেউ যদি ইন্টারনেট ডট অর্গ (internet.org) -এ লগ-ইন করে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থার সেবা পেতে চায়, তাহলে তার কোনো ইন্টারনেট চার্জ লাগবে না। ইন্টারনেট ডট ওআরজিতে (internet.org) সরাসরি না ঢুকে কেউ যদি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে চায়, তাহলেও এ সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে।

সেজন্য internet.org এর অফিসিয়াল App টি আপনার ফোনে ইনস্টল করতে হবে।

বর্তমানে শুধু রবি গ্রাহকেরা ইন্টারনেট ডট ওআরজি চালু হওয়ার পর থেকে বিনামূল্যে

১. আকু ওয়েদার,

২. ই-কমার্স সাইট আমার দেশ,

৩. জবস সাইট বিডি জবস,

৪. সরকারের মন্ত্রিসভা বিভাগ,

৫. ক্রিকইনফো,

৬. ফেসবুক,

৭. গার্ল ইফেক্ট, হেলথ প্রায়র,

৮. আইসিটি বিভাগ,

৯. অনলাইনে নারীর স্বাস্থ্যসেবা মায়া,

১০. কৃষিমন্ত্রণালয়,

১১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,

১২. রবির ইন্টারনেট প্ল্যান মাই নেট,

১৩. প্রধানমন্ত্রীর অফিস,

১৪. ফ্যাক্টস ফর লাইফ,

১৫. অনলাইন মার্কেট প্লেস বিক্রয়,

১৬. ইএসপিএন,

১৭. শিাবিষয়ক ওয়েবসাইট শিক্ষক এবং

১৮. উইকিপিডিয়াসহ আরো অনেক সাইট ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮:১২:১৮   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ