সোনিয়া গান্ধীকে টেলিফোনে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

Home Page » জাতীয় » সোনিয়া গান্ধীকে টেলিফোনে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা
রবিবার, ১০ মে ২০১৫



hasina-sonia.jpgবঙ্গনিউজ ডটকমঃ ছিটমহল বিনিময়ে সংবিধান সংশোধনের বিল ভারতের পার্লামেন্টে পাস হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা সোনিয়া গান্ধীকেও টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে এই তথ্য জানান।

বাংলাদেশের কাছে বহু প্রতীক্ষিত সীমান্ত বিল ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভা ও নিম্ন কক্ষ লোকসভায় গত সপ্তাহে সর্বসম্মতভাবে পাস হয়। ক্ষমতাসীন বিজেপির আনা এই বিলে সমর্থন জানায় বিরোধী দল কংগ্রেসও।

বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের পরপরই শেখ হাসিনাকে টেলিফোন করে খবরটি জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। পরদিন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে কথা হয় শেখ হাসিনার।

গাজীপুরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত বিল পাস হওয়ায় তিনি কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধীকেও টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন।

সেইসঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের কথা জানান শেখ হাসিনা।

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে। এই সীমান্তের মধ্যে ছিটমহলের পাশাপাশি ভূমির বিরোধও রয়েছে।

১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় ও অপদখলীয় ভূমির বিরোধ অবসানে বাংলাদেশের দিক থেকে সব প্রক্রিয়া সারা হলেও তা আটকে ছিল ভারতের দিকে।

কারণ, ভূমি ছাড়তে হলে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভায় সংবিধান সংশোধনের সেই প্রস্তাব পাস হওয়ায় এখন বিরোধ নিষ্পত্তিতে চুক্তি কার্যকরের বাধা কাটল।

বাংলাদেশ সময়: ১১:২০:৪৪   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ